১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫

পরী-তানভীরের যুদ্ধ যুদ্ধ ফিল

আবু রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির শুটিং কিছু দিন আগেই শেষ হয়েছে। ছোটদের জন্য নির্মিত এ চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেছেন বড় পর্দার নায়িকা পরীমনি ও ছোট পর্দার আবু হুরায়রা তানভীর।

আবারও তারা একসাথে! কারণ, ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিতব্য ছবি ‘প্রীতিলতা’তে কাজ করছেন তারা।

গতকাল (১ নভেম্বর) এর শুটিং শুরু হয়েছে। ঢাকার উত্তরায় প্রথম দিনের কাজ হয়। আগামী ৬ নভেম্বর পর্যন্ত টানা উত্তরা, নিকেতন, পুরান ঢাকাসহ রাজধানীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ হবে বলে জানিয়েছেন ছবিটির নির্মাতা রাশিদ পলাশ।

এ ছবিতে শহীদ প্রীতিলতা চরিত্রে অভিনয় করছেন পরীমনি। প্রথম দিনের শুটিংয়ে উপস্থিত ছিলেন পরীমনি, তানভীর, মামুন বিশ্বাস, মুকুল সিরাজী, রিপা, আর এ রাহুল, রাজু খান, আফরিনা বুলবুল ও অন্যরা।প্রথমদিনের কলাকুশলীর

পরীমনি বলেন, ‘সবে তো শুরু করলাম। প্রথম দিনের শুটিংকে ওয়ার্মআপ বলতে পারেন। তারুণ্যনির্ভর একটা টিম। আমার তো যুদ্ধ যুদ্ধ ফিল হচ্ছে।’

গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে ছবিটি পরিচালনা করছেন রাশিদ পলাশ।
নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘প্রথম লটটা আমরা ঢাকাতেই করবো। এরপর চট্টগ্রামে চলে যাবো। সেখানে হবে আমাদের মূল কাজ। প্রথম দিনের শুটিংয়ে আমি ও আমার টিম খুব খুশি। দলের সবাই আন্তরিকভাবেই শ্রম দিয়ে কাজ করছেন।’

ইউফরসির ব্যানারে নির্মিত এ চলচ্চিত্রের কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করছেন বিবি রাসেল, চিত্রগ্রহণে আছেন সাহিল রনি, সেট ডিজাইনে মম, ক্রিয়েটিভ ডিরেক্টর রয় সন্দীপ। ছবির জন্য গান গেয়েছেন ভারতীয় সংগীতশিল্পী কবির সুমন।

১৯১১ সালে ৫ মে চট্টগ্রামের পটিয়ার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন প্রীতিলতা। তিনি ১৯৩২ সালে ২৪ সেপ্টেম্বর পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ শেষে গুলিবিদ্ধ হন। এ অবস্থায় ধরা পড়ার আগে সঙ্গে রাখা পটাশিয়াম সায়ানাইড খেয়ে মাত্র ২১ বছর বয়সে নিজের জীবন আত্মাহুতি দেন তিনি।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

সাংবাদিক তুহিন হত্যা মামলায় আরও গ্রেফতার ৩

পরী-তানভীরের যুদ্ধ যুদ্ধ ফিল

প্রকাশিত : ০৪:৩৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০

আবু রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির শুটিং কিছু দিন আগেই শেষ হয়েছে। ছোটদের জন্য নির্মিত এ চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেছেন বড় পর্দার নায়িকা পরীমনি ও ছোট পর্দার আবু হুরায়রা তানভীর।

আবারও তারা একসাথে! কারণ, ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিতব্য ছবি ‘প্রীতিলতা’তে কাজ করছেন তারা।

গতকাল (১ নভেম্বর) এর শুটিং শুরু হয়েছে। ঢাকার উত্তরায় প্রথম দিনের কাজ হয়। আগামী ৬ নভেম্বর পর্যন্ত টানা উত্তরা, নিকেতন, পুরান ঢাকাসহ রাজধানীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ হবে বলে জানিয়েছেন ছবিটির নির্মাতা রাশিদ পলাশ।

এ ছবিতে শহীদ প্রীতিলতা চরিত্রে অভিনয় করছেন পরীমনি। প্রথম দিনের শুটিংয়ে উপস্থিত ছিলেন পরীমনি, তানভীর, মামুন বিশ্বাস, মুকুল সিরাজী, রিপা, আর এ রাহুল, রাজু খান, আফরিনা বুলবুল ও অন্যরা।প্রথমদিনের কলাকুশলীর

পরীমনি বলেন, ‘সবে তো শুরু করলাম। প্রথম দিনের শুটিংকে ওয়ার্মআপ বলতে পারেন। তারুণ্যনির্ভর একটা টিম। আমার তো যুদ্ধ যুদ্ধ ফিল হচ্ছে।’

গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে ছবিটি পরিচালনা করছেন রাশিদ পলাশ।
নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘প্রথম লটটা আমরা ঢাকাতেই করবো। এরপর চট্টগ্রামে চলে যাবো। সেখানে হবে আমাদের মূল কাজ। প্রথম দিনের শুটিংয়ে আমি ও আমার টিম খুব খুশি। দলের সবাই আন্তরিকভাবেই শ্রম দিয়ে কাজ করছেন।’

ইউফরসির ব্যানারে নির্মিত এ চলচ্চিত্রের কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করছেন বিবি রাসেল, চিত্রগ্রহণে আছেন সাহিল রনি, সেট ডিজাইনে মম, ক্রিয়েটিভ ডিরেক্টর রয় সন্দীপ। ছবির জন্য গান গেয়েছেন ভারতীয় সংগীতশিল্পী কবির সুমন।

১৯১১ সালে ৫ মে চট্টগ্রামের পটিয়ার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন প্রীতিলতা। তিনি ১৯৩২ সালে ২৪ সেপ্টেম্বর পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ শেষে গুলিবিদ্ধ হন। এ অবস্থায় ধরা পড়ার আগে সঙ্গে রাখা পটাশিয়াম সায়ানাইড খেয়ে মাত্র ২১ বছর বয়সে নিজের জীবন আত্মাহুতি দেন তিনি।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত