০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

পুত্রসন্তানের মা হলেন শার্লিন ফারজানা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৯:৩৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
  • 117

২৩ অক্টোবর থেকে মিডিয়ায় বইছে মাসুদ হাসান উজ্জ্বলের ‘ঊনপঞ্চাশ বাতাস’। তারও আগে ১০ অক্টোবর আগাম বাতাস বইয়ে দিলেন ছবিটির নায়িকা শার্লিন ফারজানা। ঘোষণা দিলেন বিয়ের!
জানালেন, ২০১৯ সালের ২৩ নভেম্বর ব্যবসায়ী, প্রকৌশলী ও আইটি বিশেষজ্ঞ এহসানুল হকের সঙ্গে পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
এরপর গেলো ২৩ অক্টোবর তার প্রথম ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’ মুক্তি পেলো। ভালো সাড়া মিলছিল। কিন্তু প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছিলেন না শার্লিন ফারজানা! ছবিতে যার অভিনয় দ্যুতি মুগ্ধ করে চলছে দর্শক-সমালোচকদের, সেই কিনা রয়েছেন অন্তরালে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জানা গেলো অনাকাঙ্ক্ষিত অন্তরালের কারণ। এ সময় তিনি ছিলেন মাতৃত্বকালীন বিশ্রামে! চলতি মাসেই পুত্রসন্তানের মা হন শার্লিন ফারজানা।
শার্লিন বলেন, ‘১ নভেম্বর রাত ১০টা ৪৭ মিনিটে আমাদের কোলজুড়ে একজন সন্তান আসে। বাবু ও আমি সুস্থ আছি। বাচ্চার বাবা খুশি। সবার কাছে দোয়া চাইছি।’
শার্লিন-এহসানুল দম্পতি তাদের সন্তানের নাম রাখেন ইয়াসিন এহসান।
প্রসঙ্গত, ২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজে যাত্রা করেন শার্লিন ফারজানা। এরপর নিয়মিত বিজ্ঞাপন ও নাটকে কাজ করে নজর কাড়েন তিনি।
তবে মাসুদ হাসান উজ্জ্বলের ‘ঊনপঞ্চাশ বাতাস’ চলচ্চিত্রের অন্যতম চরিত্রে অভিনয় করে বেশি আলোচনায় আসেন এই তরুণ অভিনেত্রী।

বিজনেস বাংলাদেশ /বিএইচ

জনপ্রিয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের চ্যালেঞ্জে ১২ ফেব্রুয়ারি নির্বাচন

পুত্রসন্তানের মা হলেন শার্লিন ফারজানা

প্রকাশিত : ০৯:৩৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০

২৩ অক্টোবর থেকে মিডিয়ায় বইছে মাসুদ হাসান উজ্জ্বলের ‘ঊনপঞ্চাশ বাতাস’। তারও আগে ১০ অক্টোবর আগাম বাতাস বইয়ে দিলেন ছবিটির নায়িকা শার্লিন ফারজানা। ঘোষণা দিলেন বিয়ের!
জানালেন, ২০১৯ সালের ২৩ নভেম্বর ব্যবসায়ী, প্রকৌশলী ও আইটি বিশেষজ্ঞ এহসানুল হকের সঙ্গে পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
এরপর গেলো ২৩ অক্টোবর তার প্রথম ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’ মুক্তি পেলো। ভালো সাড়া মিলছিল। কিন্তু প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছিলেন না শার্লিন ফারজানা! ছবিতে যার অভিনয় দ্যুতি মুগ্ধ করে চলছে দর্শক-সমালোচকদের, সেই কিনা রয়েছেন অন্তরালে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জানা গেলো অনাকাঙ্ক্ষিত অন্তরালের কারণ। এ সময় তিনি ছিলেন মাতৃত্বকালীন বিশ্রামে! চলতি মাসেই পুত্রসন্তানের মা হন শার্লিন ফারজানা।
শার্লিন বলেন, ‘১ নভেম্বর রাত ১০টা ৪৭ মিনিটে আমাদের কোলজুড়ে একজন সন্তান আসে। বাবু ও আমি সুস্থ আছি। বাচ্চার বাবা খুশি। সবার কাছে দোয়া চাইছি।’
শার্লিন-এহসানুল দম্পতি তাদের সন্তানের নাম রাখেন ইয়াসিন এহসান।
প্রসঙ্গত, ২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজে যাত্রা করেন শার্লিন ফারজানা। এরপর নিয়মিত বিজ্ঞাপন ও নাটকে কাজ করে নজর কাড়েন তিনি।
তবে মাসুদ হাসান উজ্জ্বলের ‘ঊনপঞ্চাশ বাতাস’ চলচ্চিত্রের অন্যতম চরিত্রে অভিনয় করে বেশি আলোচনায় আসেন এই তরুণ অভিনেত্রী।

বিজনেস বাংলাদেশ /বিএইচ