ত্রিদেশীয় সিরিজে টাইগারদের দেয়া ৩২১ রানের বিশাল টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়েছে হাথুরুসিংহের শ্রীলঙ্কা। ইনিংসের তৃতীয় ওভারেই ওপেনার কুশল পেরেরাকে ফেরান নাসির। এরপর অধিনায়ক মাশরাফি শ্রীলঙ্কা শিবিরে আঘাত হানেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে দুই উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ৫৩।
ইনিংসের তৃতীয় ওভারে নাসিরের বিষাক্ত স্পিনে সরাসরি বোল্ড হন ওপেনার কুশল পেরেরা। ৩ বলে মাত্র এক রান করেন তিনি। এরপর আর এক ওপেনার উপল থারাঙ্গাকে ফেরান মাশরাফি। দলীয় ৪৩ রানের মাথায় মাশরাফির বলে মাহমুদউল্লাহ রিয়াদের তালুবন্দি হন তিনি। ৩৫ বলে ২৫ রান করেন এই লঙ্কান।
এর আগে শুক্রবার প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কাকে ৩২১ রানের বিশাল টার্গেট দিয়েছে টাইগাররা। মিরপুরে টসে জিতে ব্যাটিংয়ে নেমে তামিম-সাকিব-মুশফিকদের অসাধারণ ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩২০ রান সংগ্রহ করে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচে হাফসেঞ্চুরি পেয়েছেন তামিম, সাকিব এবং মুশফিক। তামিম ইকবাল ৮৪, সাকিব আল হাসান ৬৭ এবং মুশফিকুর রহিম ৬২ রান করেন।
এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ২৪ ও সাব্বির রহমান করেন ২৪ রান। শ্রীলঙ্কার পক্ষে থিসারা পেরেরা তিনটি ও আকিলা ধনঞ্জয়া নেন দুটি উইকেট।
























