দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই রেকর্ড ছুঁতে তার প্রয়োজন ছিল ৬৬ রান।
শুক্রবার মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে সাকিব ৬৭ রান করে বিদায় নিয়েছেন। ৩০ বছর বয়সী বা-হাতি এই অলরাউন্ডার সাজঘরে ফেরার ঠিক আগ মুহুর্তে দ্বিতীয় বাংলাদেশে হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্মেটে ১০হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। সাকিবের বর্তমান রান এখন ১০ হাজার ১ রান।
এর মধ্যে সাকিব ৫১টি টেস্ট খেলে করেছেন ৩হাজার ৫শত ৯৪ রান। ১৮১ ওয়ানডেতে ৫ হাজার ১শত ৮৪। এছাড়া ৬১টি টি-টোয়েন্টি খেলে করেছেন ১হাজার ২শত ২৩ রান।
এর আগে গতবছর শ্রীলঙ্কা সফরে প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্মেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
সবার ওপরে থাকা তামিম ইকবালের মোট রান এখন ১১হাজার ৭৭ রান। তিনি ৫২টি টেস্টে করেছেন ৩হাজার ৮শত ৮৬। ১৭৬টি ওয়ানডেতে ৫হাজার ৯শত ৩৪। ৫৯টি টি-টোয়েন্টিতে করেছেন ১হাজার ২শত ৫৭ রান।
























