ঝালকাঠির রাজাপুরে জাটকা ইলিশ বিক্রয়ের অপরাধে মো. ফিরোজ গাজী (৪০) নামে এক মাছ বিক্রেতাকে এক বছর বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে উপজেলার বাগড়ি বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ দন্ড- প্রদান করেন।
দন্ড প্রাপ্ত ফিরোজ গাজী বরগুনা জেলার পাথরঘাটার কোরালিয়া গ্রামের আব্দুল খালেক গাজীর পুত্র।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সোহাগ হাওলাদার বলেন, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে এক মাছ বিক্রেতাকে এক বছর বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















