০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

রসগোল্লায় মাতাবেন শুভশ্রী

দুই বাংলাতেই অভিনয় দিয়ে মুগ্ধতা ছড়িয়েছে কলকাতার সিনেমায় জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।হাতে নতুন কোন সিনেমা না থাকায় অভিনয়ে আরো দক্ষতা অর্জনে জন্য নিজেকে নিয়ে ব্যস্ত ছিলেন। এরইমধ্যে এলো নতুন খবর। সম্প্রতি শুভশ্রী ‘রসগোল্লা’ পেয়েছেন। কি বুঝতে অসুবিধা হচ্ছে? মানে হচ্ছে

তার নতুন সিনেমার নাম ‘রসগোল্লা’। সিনেমাটি পরিচালনা করবেন পাভেল নামে এক পরিচালক। ছবিতে তার চরিত্রটি বাঈজির। পরিচালক পাভেল জানালেন, এই ছবিতে শুভশ্রীর চরিত্রের নাম ‘মালকানজান’। আগেকার দিনের আগরার এক বাঈজি তিনি। যার সঙ্গে রসগোল্লার আবিষ্কারক নবীনচন্দ্র দাশের সম্পর্ক ছিল দিদি এবং ভাইয়ের। নবীনচন্দ্রকে দোকান তৈরি করার জন্য টাকাও দিয়েছিলেন মালকানজান।

ছবির বিষয়ে শুভশ্রী আনন্দবাজারকে জানালেন, ‘আমার ক্যারিয়ারে এ ধরনের চরিত্র প্রথম। শুটিংয়ের আগে ডিরেক্টোরিয়াল টিমের সঙ্গে ওয়ার্কশপ করেছিলাম। আমার যে চরিত্র রসগোল্লার সৃষ্টির সঙ্গে তার একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এখন এর থেকে বেশি বলা যাবে না। এখনও কিছু শুটিং বাকি। আশা করছি দারুণ একটি সিনেমা হবে এটি।’ শুভশ্রীর ‘রসগোল্লা’ দেখার জন্য আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে তার ভক্তদের। পাভেল জানালেন, আগামী পুজা বা ক্রিসমাসে মুক্তি পেতে পারে এই ছবিটি।

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রামে আজ তারেক রহমানের জনসভা

রসগোল্লায় মাতাবেন শুভশ্রী

প্রকাশিত : ০৫:১০:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮

দুই বাংলাতেই অভিনয় দিয়ে মুগ্ধতা ছড়িয়েছে কলকাতার সিনেমায় জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।হাতে নতুন কোন সিনেমা না থাকায় অভিনয়ে আরো দক্ষতা অর্জনে জন্য নিজেকে নিয়ে ব্যস্ত ছিলেন। এরইমধ্যে এলো নতুন খবর। সম্প্রতি শুভশ্রী ‘রসগোল্লা’ পেয়েছেন। কি বুঝতে অসুবিধা হচ্ছে? মানে হচ্ছে

তার নতুন সিনেমার নাম ‘রসগোল্লা’। সিনেমাটি পরিচালনা করবেন পাভেল নামে এক পরিচালক। ছবিতে তার চরিত্রটি বাঈজির। পরিচালক পাভেল জানালেন, এই ছবিতে শুভশ্রীর চরিত্রের নাম ‘মালকানজান’। আগেকার দিনের আগরার এক বাঈজি তিনি। যার সঙ্গে রসগোল্লার আবিষ্কারক নবীনচন্দ্র দাশের সম্পর্ক ছিল দিদি এবং ভাইয়ের। নবীনচন্দ্রকে দোকান তৈরি করার জন্য টাকাও দিয়েছিলেন মালকানজান।

ছবির বিষয়ে শুভশ্রী আনন্দবাজারকে জানালেন, ‘আমার ক্যারিয়ারে এ ধরনের চরিত্র প্রথম। শুটিংয়ের আগে ডিরেক্টোরিয়াল টিমের সঙ্গে ওয়ার্কশপ করেছিলাম। আমার যে চরিত্র রসগোল্লার সৃষ্টির সঙ্গে তার একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এখন এর থেকে বেশি বলা যাবে না। এখনও কিছু শুটিং বাকি। আশা করছি দারুণ একটি সিনেমা হবে এটি।’ শুভশ্রীর ‘রসগোল্লা’ দেখার জন্য আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে তার ভক্তদের। পাভেল জানালেন, আগামী পুজা বা ক্রিসমাসে মুক্তি পেতে পারে এই ছবিটি।