সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ইজতেমা ফেরত বাসের সাথে ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আরো ১০জন আহত হন। উপজেলার রশিদপুর সাতমাইলে সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানিয়েছেন।
নিহতরা হলেন, সুনামগঞ্জের আবু বক্কর (৫০), আকবর আলী (৫০) ও আব্দুল জফুর (৪৫)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসা দেয়া হচ্ছে।
ওসি খায়রুল বলেন, টঙ্গীর বিশ্ব ইজতেমা থেকে একটি বাসে সুনামগঞ্জে ফেরত আসছিল অন্তত ৩০ মুসল্লি। সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইলে ঘন কুয়াশার মধ্যে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন মারা যায়।
পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের ওসমানী মেডিকেলে নিয়ে যায়।




















