১০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

মোতালেব, নাসির ও মতিনের বিরুদ্ধে মামলা

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মো. মোতালেব হোসেন ও শিক্ষা মন্ত্রণালয়ের (প্রেষণে) উচ্চমান সহকারী নাসির উদ্দিন এবং লেকহেড গ্রামার স্কুলের পরিচালক খালেক হাসান মতিনের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

এসআই মনিরুল ইসলাম মৃদা বাদী হয়ে সোমবার রাত ১১টা ৫০ মিনিটের সময় বনানী থানায় মামলাটি দায়ের করেছে বলে জানিয়েছেন বনানী থানার ডিউটি অফিসার এসআই রফিক।

তিনি মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বলেন, মামলা নং ৩৬। ১৬১, ১৬২, ১৬৫ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার তাদের আদালতে তোলা হবে। জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতার অভিযোগে বন্ধ রাজধানীর লেকহেড গ্রামার স্কুল ঘুষের বিনিময়ে চালু করে দিতে চেয়েছিল মোতালেব ও নাসির। এজন্য তারা স্কুলটির মালিকের কাছ থেকে ঘুষও নিয়েছিল।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার আবদুল বাতেন বিষয়টি নিয়ে বলেছেন, জঙ্গিসম্পৃক্ততার অভিযোগে লেকহেড গ্রামার স্কুলের মালিককে গ্রেফতার করা হয়েছে। আর মোতালেব ও নাসিরকে গ্রেফতার করা হয়েছে ঘুষ নেয়ার অভিযোগে।

এর আগে রবিবার সকালে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের একটি দল রাজধানীর গুলশান ও বসিলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে।

ওই দিন সকাল সাড়ে ৮টায় নাসিরকে ১ লাখ ৩০ হাজার টাকাসহ গুলশান এলাকা হতে আটক করা হয়। পরে তার সাথে যোগাযোগের সূত্র ধরে মোতালেবকে আটক করা হয়। অপর এক অভিযানে মতিনকে গুলশান এলাকা থেকে আটক করা হয়েছিল।

এই তিনজনের মধ্যে মোতালেব ও মতিনকে শনিবার বিকালে বছিলা ও গুলশান থেকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যায় বলে থানায় অভিযোগ করা হয়েছে। আর বৃহস্পতিবার বনানীর একটি প্রতিষ্ঠানে গিয়ে সেখান থেকে বেরোনোর পর দুপুর থেকে নাসিরের খোঁজ মিলছিল না বলে তার পরিবার জানিয়েছিল।

এদিকে সোমবার শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, অভিযুক্ত যে কেউ হউক না কেন তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, আটকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

মোতালেব, নাসির ও মতিনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ১১:৩১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মো. মোতালেব হোসেন ও শিক্ষা মন্ত্রণালয়ের (প্রেষণে) উচ্চমান সহকারী নাসির উদ্দিন এবং লেকহেড গ্রামার স্কুলের পরিচালক খালেক হাসান মতিনের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

এসআই মনিরুল ইসলাম মৃদা বাদী হয়ে সোমবার রাত ১১টা ৫০ মিনিটের সময় বনানী থানায় মামলাটি দায়ের করেছে বলে জানিয়েছেন বনানী থানার ডিউটি অফিসার এসআই রফিক।

তিনি মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বলেন, মামলা নং ৩৬। ১৬১, ১৬২, ১৬৫ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার তাদের আদালতে তোলা হবে। জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতার অভিযোগে বন্ধ রাজধানীর লেকহেড গ্রামার স্কুল ঘুষের বিনিময়ে চালু করে দিতে চেয়েছিল মোতালেব ও নাসির। এজন্য তারা স্কুলটির মালিকের কাছ থেকে ঘুষও নিয়েছিল।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার আবদুল বাতেন বিষয়টি নিয়ে বলেছেন, জঙ্গিসম্পৃক্ততার অভিযোগে লেকহেড গ্রামার স্কুলের মালিককে গ্রেফতার করা হয়েছে। আর মোতালেব ও নাসিরকে গ্রেফতার করা হয়েছে ঘুষ নেয়ার অভিযোগে।

এর আগে রবিবার সকালে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের একটি দল রাজধানীর গুলশান ও বসিলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে।

ওই দিন সকাল সাড়ে ৮টায় নাসিরকে ১ লাখ ৩০ হাজার টাকাসহ গুলশান এলাকা হতে আটক করা হয়। পরে তার সাথে যোগাযোগের সূত্র ধরে মোতালেবকে আটক করা হয়। অপর এক অভিযানে মতিনকে গুলশান এলাকা থেকে আটক করা হয়েছিল।

এই তিনজনের মধ্যে মোতালেব ও মতিনকে শনিবার বিকালে বছিলা ও গুলশান থেকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যায় বলে থানায় অভিযোগ করা হয়েছে। আর বৃহস্পতিবার বনানীর একটি প্রতিষ্ঠানে গিয়ে সেখান থেকে বেরোনোর পর দুপুর থেকে নাসিরের খোঁজ মিলছিল না বলে তার পরিবার জানিয়েছিল।

এদিকে সোমবার শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, অভিযুক্ত যে কেউ হউক না কেন তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, আটকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।