ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। এদিকে ফাইনাল ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা অধিনায়ক। ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ দলে তিন পরিবর্তন
রাতেই জেনে গিয়েছিলেন ফাইনাল ম্যাচে বাংলাদেশ দলে আসছে তিনটি পরিবর্তন। দল থেকে বাদ পড়ছেন ওপেনার এনামুল বিজয়, অল রাউণদার নাসির হোসেন ও পেস বোলার আবুল হোসেন রাজু। তাদের পরিবর্তে দলে আসছেন মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ ও সাইফউদ্দিন। সেটাই সত্য। আজ ফাইনালে ওই দল মিঠুন, মিরাজ ও সাইফউদ্দিনকে নিয়েই নামছে বাংলাদেশ।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

























