০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

‘পোড়ামন’ আমার সিগনেচার সিনেমা, প্রিয় সিনেমা ‘জী হুজুর’

  • বাবুল হৃদয়
  • প্রকাশিত : ০৮:২০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
  • 93

সাইমন সাদিক

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা সাইমন সাদিক। এ পর্যন্ত ২২টি সিনেমা মুক্তি পেয়েছে তার। করোনা বিরতির পর আবারো নতুন কাজে ব্যস্ত। বর্তমান ব্যস্ততাসহ নানা বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন আজকের বিজনেস বাংলাদেশের সঙ্গে। সাক্ষাতকার নিয়েছেন বাবুল হৃদয়।

 

শুনেছি নতুন দুটি সিনেমায় অভিনয় করছেন, সিনেমা দুটির গল্প কেমন?
হ্যা, ‘কাজের ছেলে’, ও ‘দায়মুক্তি’ নামে দুটি সিনেমায় কাজ করছি একটির কাজ শেষ হয়েছে, আজ ডাবিং শুরু হচ্ছে। আপনার সঙ্গে কথা শেষ করেই ডাবিং করবো। ‘কাজের ছেলে’ পরিচালনা করেছেন খ্যাতিমন পরিচালক মনতাজুর রহমান আকবর। প্রথমবারের মতো তার পরিচালনায় অভিনয়ে করেছি আর ‘দায়মুক্তি’ পরিচালনা করেছেন আরেক খ্যাতিমান পরিচালক বদ্লিউ আলম খোকন। দুটি সিনেমার গল্প দুরকমের। ‘কাজের ছেলে’ পুরনো গল্পে নতুন রঙ আর ‘দায়মুক্তি’ হল দায়বদ্ধতার ছবি। একটি বৃদ্ধাশ্রমের গল্প। বৃদ্ধ বয়সে আমাদের সমাজে বৃদ্ধদের কিভাবে দেখা হয় তা তুলেধরা হয়েছে এই সিনেমায়। সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হয়েছে।

আমার জানামতে আপনার অভিনীত ২০টির বেশি সিনেমা মুক্তি পেয়েছে, এরমধ্যে ‘পোড়ামন’ অন্যতম, আপনার অভিনীত কোন কোন সিনেমা প্রিয়?

এপর্যন্ত আমার ২২টি সিনেমা মুক্তি পেয়েছে। ‘পোড়ামন’ আমার সিগনেচার সিনেমা। এই সিনেমাটি আমাকে খ্যাতি এনে দিয়েছে, সিনেমা প্রেমীদের কাছে পরিচয় করিয়ে দিয়েছে। ‘পোড়ামন’-এর পাশাপাশি আমার অভিনীত প্রিয় সিনেমা ‘জী হুজুর’। এইটি আমার অভিনীত প্রথম সিনেমা।পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। এই সিনামটি আমাকে অভিনেতা বানিয়েছে। আরো একটি সিনেমার কথা বলবো মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নত’-এর কথা, খুব অল্প সময়ে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। এটা আমার জন্য বড় প্রাপ্তি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পা্ওয়ার জন্য আসলে কোন যোগ্যতা গুলো জুরি বোর্ড দেখেন?
আমার ধারনা ভালো অভিনয়ের পাশাপাশি সিনেমার গল্প, চিত্রনাট্যসহ সিনেমার নানা বিষয় জুরি বোর্ড দেখেন।

অভিনয়ের মানুষগুলো এফডিসিতে নোংড়া রাজনীতিতে মেতেছে, আপনার ফীল কেমন-

এফডিসিতে নোংড়া রাজনীতির বিষয়ে আমি কিছু বলতে চাই না। আমি এখানে এসেছি অভিনয় করতে। যদিও আমাদের পরিবার আগে থেকেই আ.লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

ফিল্মের বর্তমান অবস্থাকে কিভাবে দেখছেন-
সতিই করোনার কারণে আমাদের ফিল্মের বাজে অবস্থা তবে নতুন করে কিছু কাজ শুরু হয়েছে তাই আশার আলো দেখতে পাচ্ছি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

পরশুরামে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনে আলোচনা, র‍্যালি ও পোনা অবমুক্ত

‘পোড়ামন’ আমার সিগনেচার সিনেমা, প্রিয় সিনেমা ‘জী হুজুর’

প্রকাশিত : ০৮:২০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা সাইমন সাদিক। এ পর্যন্ত ২২টি সিনেমা মুক্তি পেয়েছে তার। করোনা বিরতির পর আবারো নতুন কাজে ব্যস্ত। বর্তমান ব্যস্ততাসহ নানা বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন আজকের বিজনেস বাংলাদেশের সঙ্গে। সাক্ষাতকার নিয়েছেন বাবুল হৃদয়।

 

শুনেছি নতুন দুটি সিনেমায় অভিনয় করছেন, সিনেমা দুটির গল্প কেমন?
হ্যা, ‘কাজের ছেলে’, ও ‘দায়মুক্তি’ নামে দুটি সিনেমায় কাজ করছি একটির কাজ শেষ হয়েছে, আজ ডাবিং শুরু হচ্ছে। আপনার সঙ্গে কথা শেষ করেই ডাবিং করবো। ‘কাজের ছেলে’ পরিচালনা করেছেন খ্যাতিমন পরিচালক মনতাজুর রহমান আকবর। প্রথমবারের মতো তার পরিচালনায় অভিনয়ে করেছি আর ‘দায়মুক্তি’ পরিচালনা করেছেন আরেক খ্যাতিমান পরিচালক বদ্লিউ আলম খোকন। দুটি সিনেমার গল্প দুরকমের। ‘কাজের ছেলে’ পুরনো গল্পে নতুন রঙ আর ‘দায়মুক্তি’ হল দায়বদ্ধতার ছবি। একটি বৃদ্ধাশ্রমের গল্প। বৃদ্ধ বয়সে আমাদের সমাজে বৃদ্ধদের কিভাবে দেখা হয় তা তুলেধরা হয়েছে এই সিনেমায়। সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হয়েছে।

আমার জানামতে আপনার অভিনীত ২০টির বেশি সিনেমা মুক্তি পেয়েছে, এরমধ্যে ‘পোড়ামন’ অন্যতম, আপনার অভিনীত কোন কোন সিনেমা প্রিয়?

এপর্যন্ত আমার ২২টি সিনেমা মুক্তি পেয়েছে। ‘পোড়ামন’ আমার সিগনেচার সিনেমা। এই সিনেমাটি আমাকে খ্যাতি এনে দিয়েছে, সিনেমা প্রেমীদের কাছে পরিচয় করিয়ে দিয়েছে। ‘পোড়ামন’-এর পাশাপাশি আমার অভিনীত প্রিয় সিনেমা ‘জী হুজুর’। এইটি আমার অভিনীত প্রথম সিনেমা।পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। এই সিনামটি আমাকে অভিনেতা বানিয়েছে। আরো একটি সিনেমার কথা বলবো মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নত’-এর কথা, খুব অল্প সময়ে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। এটা আমার জন্য বড় প্রাপ্তি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পা্ওয়ার জন্য আসলে কোন যোগ্যতা গুলো জুরি বোর্ড দেখেন?
আমার ধারনা ভালো অভিনয়ের পাশাপাশি সিনেমার গল্প, চিত্রনাট্যসহ সিনেমার নানা বিষয় জুরি বোর্ড দেখেন।

অভিনয়ের মানুষগুলো এফডিসিতে নোংড়া রাজনীতিতে মেতেছে, আপনার ফীল কেমন-

এফডিসিতে নোংড়া রাজনীতির বিষয়ে আমি কিছু বলতে চাই না। আমি এখানে এসেছি অভিনয় করতে। যদিও আমাদের পরিবার আগে থেকেই আ.লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

ফিল্মের বর্তমান অবস্থাকে কিভাবে দেখছেন-
সতিই করোনার কারণে আমাদের ফিল্মের বাজে অবস্থা তবে নতুন করে কিছু কাজ শুরু হয়েছে তাই আশার আলো দেখতে পাচ্ছি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ