নির্মাতা এনামুল করিম নির্ঝর ও অভিনেত্রী অপি করিমের সংসারে এলো নতুন অতিথি। কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন তারা। আজ (২৮ ডিসেম্বর) রাজধানীর স্কয়ার হাসপাতালে অপির কোলজুড়ে এসেছে নবজাতিকা।
বিষয়টি নিশ্চিত করেছেন এ দম্পতির একাধিক ঘনিষ্ঠজন।
এরমধ্যে নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘মা ও সন্তান দুজনই ভালো আছে। অনেক হারানোর বছরে ভালো একটা সংবাদ পেলাম। আমি তো মনে করি, আরও এক অপি করিমের জন্ম হলো আজ।’
এদিকে মুঠোফোনে নির্ঝর ও অপি করিমকে ফোন দেওয়া হলেও তারা কেউ-ই এটি রিসিভ করেননি।
তবে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টায় সন্তান ভূমিষ্ঠ হয়েছে। অপি করিম এখন স্কয়ার হাসপাতালেই আছেন। এ দম্পতির সংসারে প্রথম সন্তান এটি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ