নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী ট্রলারে উঠতে গিয়ে নদীতে পড়ে সাদ্দাম হোসেন (২৪) নামের এক গার্মেন্ট শ্রমিক নিখোঁজ হয়েছে।
সোমবার ( ১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে বন্দর উপজেলার নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নৌ থানা নারায়ণগঞ্জ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
নৌ পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯ টার দিকে বন্দর উপজেলার নবীগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে নদী পারাপারারের জন্য যাত্রীরা ট্রলারে উঠার সময় কয়েকজন যাত্রী লাফিয়ে উঠার চেষ্টা করে। এক পর্যায়ে ট্রলারটি একদিকে হেলে পড়লে মাঝিসহ ৩ জন নদীতে পড়ে যায়। তাদের মধ্যে ২ জন নিরাপদে উঠতে পারলেও সাতাঁর না জানায় সাদ্দাম হোসেন রনি নামে এক গার্মেন্টস কর্মী নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ সাদ্দামকে উদ্ধারের চেষ্টা করছে।
নারায়ণগঞ্জ নৌ থানা পুলিশের এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিখোঁজ গার্মেন্টকর্মীকে উদ্ধারের জন্য অভিযান চলছে।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ-






















