আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী সঠিক সময়ে হবে। বিশ্বের দেশে দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে হবে। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবে। তাদের সঙ্গে নির্বাচন নিয়ে সংলাপের কোনো অবকাশ নেই বলে জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে ডিজিটাল মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৯ বছরে দেশ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে।
























