০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে নোবিপ্রবি শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এর সব ধরণের নিয়োগে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে নোবিপ্রবি শিক্ষক সমিতি।

আজ, বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মজনুর রহমান।এতে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর,সহ সভাপতি ড.আনিসুজ্জামান রিমন,আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট অধ্যাপক ড.ফিরোজ আহমেদ সহ বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, ২০১৯ সালের এপ্রিল মাসে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞার ফলে অত্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী পদে নিয়োগ প্রাপ্ত ৬০ জন শিক্ষকসহ কর্মকর্তা-কর্মচারী চাকুরি স্থায়ীকরণ বন্ধ রয়েছে। ইতোমধ্যে অনেক শিক্ষকের পরবর্তী পদে পদোন্নতির সময়ও প্রায় ১ বছর অতিক্রান্ত হয়েছে। তাদের পরে স্থায়ী পদে নিযুক্ত শিক্ষকগণও পদোন্নতি পেয়ে গেছেন। ফলে শিক্ষকদের মাঝে একধরণের বৈষম্য দেখা দিয়েছে।

নেতৃবৃন্দ আরো বলেন,অত্র বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো বিভাগেই পর্যাপ্ত শিক্ষক নেই, মাত্র ২ জন শিক্ষক দিয়ে ২টি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চলছে। ফলে শিক্ষার মান ক্রমাগত খারাপ হচ্ছে এবং শিক্ষার্থীরা অবহেলিত হচ্ছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষা মন্ত্রী, উপমন্ত্রী ও শিক্ষা সচিবের সাথে আলোচনা করে আমাদের বারবার আশ্বাস দিলেও আমরা এখন পর্যন্ত কোনো ফলাফল পাইনি। এমতাবস্থায় চাকুরিজীবন অনিশ্চিত রেখে এবং তীব্র শিক্ষক সংকটসহ সুষ্ঠু শিক্ষার পরিবেশ ফিরিয়ে না আনা পর্যন্ত নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালনা অসম্ভব।

অতিদ্রুত সময়ের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহবান জানান নেতৃবৃন্দ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে নোবিপ্রবি শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি

প্রকাশিত : ০৮:০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এর সব ধরণের নিয়োগে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে নোবিপ্রবি শিক্ষক সমিতি।

আজ, বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মজনুর রহমান।এতে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর,সহ সভাপতি ড.আনিসুজ্জামান রিমন,আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট অধ্যাপক ড.ফিরোজ আহমেদ সহ বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, ২০১৯ সালের এপ্রিল মাসে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞার ফলে অত্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী পদে নিয়োগ প্রাপ্ত ৬০ জন শিক্ষকসহ কর্মকর্তা-কর্মচারী চাকুরি স্থায়ীকরণ বন্ধ রয়েছে। ইতোমধ্যে অনেক শিক্ষকের পরবর্তী পদে পদোন্নতির সময়ও প্রায় ১ বছর অতিক্রান্ত হয়েছে। তাদের পরে স্থায়ী পদে নিযুক্ত শিক্ষকগণও পদোন্নতি পেয়ে গেছেন। ফলে শিক্ষকদের মাঝে একধরণের বৈষম্য দেখা দিয়েছে।

নেতৃবৃন্দ আরো বলেন,অত্র বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো বিভাগেই পর্যাপ্ত শিক্ষক নেই, মাত্র ২ জন শিক্ষক দিয়ে ২টি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চলছে। ফলে শিক্ষার মান ক্রমাগত খারাপ হচ্ছে এবং শিক্ষার্থীরা অবহেলিত হচ্ছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষা মন্ত্রী, উপমন্ত্রী ও শিক্ষা সচিবের সাথে আলোচনা করে আমাদের বারবার আশ্বাস দিলেও আমরা এখন পর্যন্ত কোনো ফলাফল পাইনি। এমতাবস্থায় চাকুরিজীবন অনিশ্চিত রেখে এবং তীব্র শিক্ষক সংকটসহ সুষ্ঠু শিক্ষার পরিবেশ ফিরিয়ে না আনা পর্যন্ত নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালনা অসম্ভব।

অতিদ্রুত সময়ের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহবান জানান নেতৃবৃন্দ।

বিজনেস বাংলাদেশ/ এ আর