পুলিশ বাহিনীর ওপর হামলাকারী কেউ রক্ষা পাবে না বলে মন্তব্য করেছেন সরকারের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, মঙ্গলবার তারা যে কাজ করেছে, তারা ভুল করেছে। এর মাশুল তাদের দিতেই হবে।
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘১৩তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা-২০১৮’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুলের এমন বক্তব্যের ধিক্কার দিয়ে তিনি আরো বলেন, এসব করে কেউ ক্ষমতায় আসতে পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না।
পুলিশের ওপর হামলা নাকি অনুপ্রবেশকারীরা করেছে, বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, হামলার ঘটনা কারা ঘটিয়েছে টিভিতে সবই দেখেছে দেশবাসী। এর আগে তারা ২০১১, ২০১৪ ও ২০১৫ সালে বিভিন্ন অরাজকতা করেছে। কোরআন শরীফ পুড়িয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি।
























