১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

সিনেমার টাইটেল গানে মিলন-পূজা

বরেণ্য পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু পরিচালনা করছেন ‘তুমি আছো তুমি নেই’। সিমি ইসলাম কলির প্রযোজনায় নির্মাণাধীন চলচ্চিত্রটির টাইটেল গানে কণ্ঠ দিলেন মোহাম্মদ মিলন ও বাঁধন সরকার পূজা। অডিওতে এই জুটির বেশ কিছু গান জনপ্রিয়তা পেয়েছে। এবার সেই ঝলক দেখা যাবে সিনেমায়। এসকে ফিল্মস ইন্টারন্যাশনালের এই ছবিটির মূল ভূমিকায় অভিনয় করেছেন দিঘী ও আসিফ ইমরোজ। অনন্যা ভৌমিকের কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রেমো বিপ্লব। নতুন এই গান প্রসঙ্গে মিলন বলেন, ‘অল্পদিনের মধ্যেই বেশ ক’টি সিনেমার গান করলাম। সামনে আরও কিছু গানে ভোকাল দেবো। এবারের গানটি দারুন মিষ্টি একটা রোমান্টিক গান হয়েছে। পূজা আপুর সঙ্গে আমার আগে থেকেই একটা বোঝাপড়া আছে। আশা করছি ভালো কিছু হবে।’ অন্যদিকে পূজা বলেন, ‘সিনেমার গানে অন্যরকম একটা মজা আছে। এই গানটিতে শ্রোতারা নিশ্চিত করেই সেই মজা পাবেন।’

ট্যাগ :

বিএফআইইউ প্রধানের ‘ভিডিও ফাঁস’ বিশেষজ্ঞদের দাবি এআই দারা নির্মিত ষড়যন্ত্র

সিনেমার টাইটেল গানে মিলন-পূজা

প্রকাশিত : ১২:০১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১

বরেণ্য পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু পরিচালনা করছেন ‘তুমি আছো তুমি নেই’। সিমি ইসলাম কলির প্রযোজনায় নির্মাণাধীন চলচ্চিত্রটির টাইটেল গানে কণ্ঠ দিলেন মোহাম্মদ মিলন ও বাঁধন সরকার পূজা। অডিওতে এই জুটির বেশ কিছু গান জনপ্রিয়তা পেয়েছে। এবার সেই ঝলক দেখা যাবে সিনেমায়। এসকে ফিল্মস ইন্টারন্যাশনালের এই ছবিটির মূল ভূমিকায় অভিনয় করেছেন দিঘী ও আসিফ ইমরোজ। অনন্যা ভৌমিকের কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রেমো বিপ্লব। নতুন এই গান প্রসঙ্গে মিলন বলেন, ‘অল্পদিনের মধ্যেই বেশ ক’টি সিনেমার গান করলাম। সামনে আরও কিছু গানে ভোকাল দেবো। এবারের গানটি দারুন মিষ্টি একটা রোমান্টিক গান হয়েছে। পূজা আপুর সঙ্গে আমার আগে থেকেই একটা বোঝাপড়া আছে। আশা করছি ভালো কিছু হবে।’ অন্যদিকে পূজা বলেন, ‘সিনেমার গানে অন্যরকম একটা মজা আছে। এই গানটিতে শ্রোতারা নিশ্চিত করেই সেই মজা পাবেন।’