০৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

হাসপাতালে আরও ১৩৯ ডেঙ্গুরোগী

এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে একদিনে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৯ জন। এ নিয়ে বর্তমানে সারাদেশে ৪৯৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার একই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৩৯ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১২২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকি ১৭ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন মোট ৪৯৬ জন। তাদের মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪২৯ জন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৬৭ জন ভর্তি রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ২২ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪ হাজার ৬১৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ১০৪ জন। এসময়ে ঢাকায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৮৫৭ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৪১৯ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৭৬২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮৫ জন। একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে করে কারো মৃত্যুর খবর পাওয়া যায়। তবে, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়। ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

ট্যাগ :

হাসপাতালে আরও ১৩৯ ডেঙ্গুরোগী

প্রকাশিত : ১২:০০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২

এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে একদিনে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৯ জন। এ নিয়ে বর্তমানে সারাদেশে ৪৯৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার একই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৩৯ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১২২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকি ১৭ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন মোট ৪৯৬ জন। তাদের মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪২৯ জন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৬৭ জন ভর্তি রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ২২ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪ হাজার ৬১৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ১০৪ জন। এসময়ে ঢাকায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৮৫৭ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৪১৯ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৭৬২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮৫ জন। একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে করে কারো মৃত্যুর খবর পাওয়া যায়। তবে, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়। ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।