০৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

জুভেন্টাসের জয়

  • ক্রীড়া ডেস্ক
  • প্রকাশিত : ১২:০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
  • 74

সিরি আ’তে চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের কাছে ২-০ ব্যবধানে হারের পর টানা চতুর্থ ম্যাচে জয় তুলে নিল জুভেন্টাস। এবারে সাম্পদোরিয়ার মাঠ থেকে ২-০ গোলের জয় ছিনিয়ে এনেছে তুরিনের বুড়িরা। এই জয়ে সিরি আ’র লিগ টেবিলের তিনে উঠে এসেছে জুভে। ইতালিয়ান লিগে সাম্পদোরিয়ার অবস্থান ১০ নম্বরে।

আর তাই তো হাড্ডাহাড্ডি লড়াইয়েরই ভাবনা ঘুরছিল জুভেদের মাথায়। ম্যাচ শুরুর ২০ মিনিটের মাথায় আলভারো মোরাতার অ্যাসিস্ট থেকে গোল করে জুভেদের লিড এনে দেন ফেদেরিখো চিয়েসা। এরপর ম্যাচের ৩৮ মিনিটের মাথায় ম্যাকেনির বাড়ানো বল মোরাতা ধরতে পারার আগেই সেখানে পৌঁছে যায় সাম্পদোরিয়ার ডিফেন্ডার। শেষ দিকে ক্রিস্টিয়ানো রোনালদো দুর্দান্ত এক আক্রমণ করলেও বল ধরতে পারেননি। আর তাতেই প্রথমার্ধ জুভে শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকেই।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সাম্পদোরিয়া। দারুণ কিছু আক্রমণে জুভের রক্ষণে ফাটল ধরানোর চেষ্টা করতে থাকে। তবে জুভের রক্ষণ ভেদ করতে পারেনি সাম্পদোরিয়া। ম্যাচের ৫৭ মিনিটে দুর্দান্ত এক আক্রমণ করে সাম্পদোরিয়া তবে জুভের ত্রাতা হয়ে এবারে আসেন গোলরক্ষক সেজনি।

ট্যাগ :

বীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জুভেন্টাসের জয়

প্রকাশিত : ১২:০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১

সিরি আ’তে চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের কাছে ২-০ ব্যবধানে হারের পর টানা চতুর্থ ম্যাচে জয় তুলে নিল জুভেন্টাস। এবারে সাম্পদোরিয়ার মাঠ থেকে ২-০ গোলের জয় ছিনিয়ে এনেছে তুরিনের বুড়িরা। এই জয়ে সিরি আ’র লিগ টেবিলের তিনে উঠে এসেছে জুভে। ইতালিয়ান লিগে সাম্পদোরিয়ার অবস্থান ১০ নম্বরে।

আর তাই তো হাড্ডাহাড্ডি লড়াইয়েরই ভাবনা ঘুরছিল জুভেদের মাথায়। ম্যাচ শুরুর ২০ মিনিটের মাথায় আলভারো মোরাতার অ্যাসিস্ট থেকে গোল করে জুভেদের লিড এনে দেন ফেদেরিখো চিয়েসা। এরপর ম্যাচের ৩৮ মিনিটের মাথায় ম্যাকেনির বাড়ানো বল মোরাতা ধরতে পারার আগেই সেখানে পৌঁছে যায় সাম্পদোরিয়ার ডিফেন্ডার। শেষ দিকে ক্রিস্টিয়ানো রোনালদো দুর্দান্ত এক আক্রমণ করলেও বল ধরতে পারেননি। আর তাতেই প্রথমার্ধ জুভে শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকেই।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সাম্পদোরিয়া। দারুণ কিছু আক্রমণে জুভের রক্ষণে ফাটল ধরানোর চেষ্টা করতে থাকে। তবে জুভের রক্ষণ ভেদ করতে পারেনি সাম্পদোরিয়া। ম্যাচের ৫৭ মিনিটে দুর্দান্ত এক আক্রমণ করে সাম্পদোরিয়া তবে জুভের ত্রাতা হয়ে এবারে আসেন গোলরক্ষক সেজনি।