০৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

ভিন্ন ভূমিকায় উজ্জীবিত লিটন

ওয়ানডে সিরিজে ব্যাট হাতে কিছুই করতে পারেননি তিনি। ৩ ম্যাচে আউট হয়েছেন যথাক্রমে ১৪, ২২ ও ০ রানে। তবে বুধবার শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে ভালো কিছুর ব্যাপারে আশাবাদী লিটন দাস। কারণ এবার শুধু ফরম্যাটই ভিন্ন নয়, ভিন্ন তার একাদশের ভূমিকারও। একদিনের ক্রিকেটে খেলেছেন ওপেনার হিসেবে, কিপিং করেননি। আর সাদা পোশাক লাল বলের ক্রিকেটে তিনি ব্যাটিং করবেন ৬-৭ নম্বরে, সেইসঙ্গে উইকেটের পেছনে দাঁড়াবেন গ্লাভস হাতেও।

ব্যাটিংয়ে ফর্ম বলে একটা ব্যাপার আছে বলেই শনিবার টেস্টের আগে ওয়ানডে সিরিজের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হয়েছিল লিটনকে। এখন পর্যন্ত ২০ টেস্টে ৮৫৯ রান করা লিটন জানালেন, অতীতকে পেছনে ফেলে সামনে চোখ রাখার দিকে জোর দিচ্ছেন তিনি, ‘ওয়ানডে আমি ভালো করতে পারিনি, এটা সম্পূর্ণ আলাদা সংস্করণ।

আমি চাচ্ছি না সেই বিষয় নিয়ে চিন্তা করতে বা মনে করতে। এখানে (টেস্টে) আমার নতুন ভূমিকা। চেষ্টা করব সেটা ভালোভাবে পালন করার। নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা থাকবে।’ বাংলাদেশ দল সর্বশেষ টেস্ট খেলেছে গত ফেব্রুয়ারিতে, জিম্বাবুয়ের বিপক্ষে। দীর্ঘদিন পর খেলতে নেমে পূর্বের ছন্দ ধরে রাখা সহজও হবে না বলে মত ডানহাতি এ ব্যাটসম্যানের, ‘আমরা অনেকদিন পর খেলতে নামছি। অবশ্যই কঠিন হবে।

ওদের খুব ভালো পেস আক্রমণ আছে, স্পিনও আছে। ভালো ক্রিকেট খেলতে হলে ভালো পারফরম্যান্স করতে হলে আমাদের অনেক সময় উইকেটে ব্যয় করতে হবে। পরিস্থিতিগুলো সামলাতে হবে। বোলিংয়ে জুটি, ব্যাটিংয়ে জুটি হলে জিনিসগুলো আমাদের পক্ষে আসবে।’

ট্যাগ :
জনপ্রিয়

গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮

ভিন্ন ভূমিকায় উজ্জীবিত লিটন

প্রকাশিত : ১২:০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১

ওয়ানডে সিরিজে ব্যাট হাতে কিছুই করতে পারেননি তিনি। ৩ ম্যাচে আউট হয়েছেন যথাক্রমে ১৪, ২২ ও ০ রানে। তবে বুধবার শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে ভালো কিছুর ব্যাপারে আশাবাদী লিটন দাস। কারণ এবার শুধু ফরম্যাটই ভিন্ন নয়, ভিন্ন তার একাদশের ভূমিকারও। একদিনের ক্রিকেটে খেলেছেন ওপেনার হিসেবে, কিপিং করেননি। আর সাদা পোশাক লাল বলের ক্রিকেটে তিনি ব্যাটিং করবেন ৬-৭ নম্বরে, সেইসঙ্গে উইকেটের পেছনে দাঁড়াবেন গ্লাভস হাতেও।

ব্যাটিংয়ে ফর্ম বলে একটা ব্যাপার আছে বলেই শনিবার টেস্টের আগে ওয়ানডে সিরিজের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হয়েছিল লিটনকে। এখন পর্যন্ত ২০ টেস্টে ৮৫৯ রান করা লিটন জানালেন, অতীতকে পেছনে ফেলে সামনে চোখ রাখার দিকে জোর দিচ্ছেন তিনি, ‘ওয়ানডে আমি ভালো করতে পারিনি, এটা সম্পূর্ণ আলাদা সংস্করণ।

আমি চাচ্ছি না সেই বিষয় নিয়ে চিন্তা করতে বা মনে করতে। এখানে (টেস্টে) আমার নতুন ভূমিকা। চেষ্টা করব সেটা ভালোভাবে পালন করার। নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা থাকবে।’ বাংলাদেশ দল সর্বশেষ টেস্ট খেলেছে গত ফেব্রুয়ারিতে, জিম্বাবুয়ের বিপক্ষে। দীর্ঘদিন পর খেলতে নেমে পূর্বের ছন্দ ধরে রাখা সহজও হবে না বলে মত ডানহাতি এ ব্যাটসম্যানের, ‘আমরা অনেকদিন পর খেলতে নামছি। অবশ্যই কঠিন হবে।

ওদের খুব ভালো পেস আক্রমণ আছে, স্পিনও আছে। ভালো ক্রিকেট খেলতে হলে ভালো পারফরম্যান্স করতে হলে আমাদের অনেক সময় উইকেটে ব্যয় করতে হবে। পরিস্থিতিগুলো সামলাতে হবে। বোলিংয়ে জুটি, ব্যাটিংয়ে জুটি হলে জিনিসগুলো আমাদের পক্ষে আসবে।’