১১:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

ফেসবুক ছেড়েছেন ন্যান্সি

অসৌজন্যমূলক মন্তব্যের জেরে ফেসবুক ছেড়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। শক্রবার ফেসবুক পেজ আনপাবলিশড করেছেন তিনি।গণমাধ্যমকে ন্যান্সি জানান, এত অসৌজন্যমূলক মন্তব্য আমি আর নিতে পারছি না আসলে। শুধু আমি নই, ফেসবুকে আমাদের দেশের কোনো তারকা ছবি পোস্ট করলে (বিশেষ করে কোনো নারী তারকা) সেই ছবির নিচে যেসব মন্তব্য পড়ে তা আসলে নেওয়া কঠিন। এমন নয় যে শুধু ফেইক আইডি থেকে মন্তব্য আসে, অনেক নাম ঠিকানা ও ভালো প্রতিষ্ঠানের কর্মরতরা এসব নোংরা মন্তব্য করে। এক প্রকার বাধ্য হয়ে ফেসবুক ছেড়েছি।ন্যান্সি আরও বলেন, অনেকেই বলে এই ব্যাপারটি এড়িয়ে যেতে। আমি করেছি, কিছু নোংরা মন্তব্যকারীদের পেইজ থেকে ব্যান করেছি। কিন্তু বাচ্চা, সংসার আর গান সামলে এসব করে ওঠা কঠিন। পেইজটি ডিলিট করিনি।

ট্যাগ :

চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় বহিস্কৃত যুবদলের দুই নেতা, নিহত জুবায়ের যুবলীগের কর্মী

ফেসবুক ছেড়েছেন ন্যান্সি

প্রকাশিত : ১২:০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১

অসৌজন্যমূলক মন্তব্যের জেরে ফেসবুক ছেড়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। শক্রবার ফেসবুক পেজ আনপাবলিশড করেছেন তিনি।গণমাধ্যমকে ন্যান্সি জানান, এত অসৌজন্যমূলক মন্তব্য আমি আর নিতে পারছি না আসলে। শুধু আমি নই, ফেসবুকে আমাদের দেশের কোনো তারকা ছবি পোস্ট করলে (বিশেষ করে কোনো নারী তারকা) সেই ছবির নিচে যেসব মন্তব্য পড়ে তা আসলে নেওয়া কঠিন। এমন নয় যে শুধু ফেইক আইডি থেকে মন্তব্য আসে, অনেক নাম ঠিকানা ও ভালো প্রতিষ্ঠানের কর্মরতরা এসব নোংরা মন্তব্য করে। এক প্রকার বাধ্য হয়ে ফেসবুক ছেড়েছি।ন্যান্সি আরও বলেন, অনেকেই বলে এই ব্যাপারটি এড়িয়ে যেতে। আমি করেছি, কিছু নোংরা মন্তব্যকারীদের পেইজ থেকে ব্যান করেছি। কিন্তু বাচ্চা, সংসার আর গান সামলে এসব করে ওঠা কঠিন। পেইজটি ডিলিট করিনি।