ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৩তম প্রতিষ্ঠা দিবস আজ। ১৯৭৬ সালের ১ ফেব্রুয়ারি রাজধানীর ১২টি থানা নিয়ে ডিএমপি গঠনের আদেশ জারি হয়। তবে একই বছরের ৩ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। এজন্য প্রতি বছর এইদিনটি ডিএমপি দিবস হিসেবে পালন করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পৃথক বাণী দিয়েছেন করেছেন।
এবছরও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ঢাকা মহানগর পুলিশ এ দিবসটি পালন করবে। এ উপলক্ষে শনিবার বিকেল সোয়া ৩টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে ডিএমপির পক্ষ থেকে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এছাড়া বিশেষ অতিথি থাকবেন সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বিপিএম-বার, পিপিএম অনুষ্ঠানে সভাপতি থাকবেন।
প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ডিএমপি সদরদপ্তর থেকে রাজারবাগ পুলিশ লাইনস পর্যন্ত শোভাযাত্রা, প্রতিষ্ঠা দিবস উদ্বোধন, ডকুমেন্টারি প্রদর্শনসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সন্ধ্যায় রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গ্রুপ ড্যান্সসহ সংগীত ও গ্রুপ কোরিওগ্রাফি উপস্থাপন করবেন বাংলাদেশ পুলিশ সাংস্কৃতিক শিল্প গোষ্ঠীর সদস্যরা।























