বরিশাল বিশ্ববিদ্যালয় ( ববি) শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ পরিবার।
বুধবার বিকালে বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এ নিন্দা ও প্রতিবাদ জানায়।
প্রতিবাদ লিপিতে বলা হয়,গত মঙ্গলবার রাতে বরিশাল নগরীর রূপাতলি হাউজিং এলাকায় গভীর রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর কথিক শ্রমিক নামক সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার ঘটনায় বাংদেশ ছাত্রলীগ পরিবার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেছে।
এতে আরো বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ পরিবার আইন-শৃঙ্খলা বাহিনীকে উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছে। বাংলাদেশ ছাত্রলীগ এর সভাপতি আল- নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উক্ত হামলায় আহত সকল শিক্ষার্থীর আশু সুস্থতা কামনা করেছেন
বিজনেস বাংলাদেশ/ এ আর


























