বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন শ্লোগান লেখা পোস্টার দেখা যায়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের উপর এরকম হামলা নতুন কোন ঘটনা নয়। শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে হেনস্তা, হামলার শিকার হন। অতীতে হামলাকারীদের শাস্তি না হওয়ায় এরকম ঘটনা ঘটছে। আমরা চাই হামলাকারীদের দ্রুত শাস্তি দেয়া হোক।
উল্লেখ্য,বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর মঙ্গলবার গভীর রাতে ধারালো অস্ত্র, লাঠিসোঁটাসহ দেশিয় অস্ত্রে ঘণ্টাব্যাপী নগরের বিভিন্ন মেসে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে তাতে ১১ শিক্ষার্থীসহ অনেকেই আহত হয়েছেন। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুদ্ধ হয়ে সড়ক অবরোধ করে বাসে আগুন দেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























