অবিলম্বে ক্যাম্পাস এবং আবাসিক হল খুলে দেয়া, করোনাকালে বন্ধ থাকা সময়ে শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক হলের কোন ফি আদায় না করা, স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সকল শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য সম্মত আবাসিক সিট নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার (০২ মার্চ) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে শাখার সাধারণ সম্পাদক আবু সাইদের সঞ্চালনায় ও আহবায়ক শোভন রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সদস্য কনোজ কান্তি রায় ও সুমাইয়া ফেরদৌস।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়, সুতরাং শিক্ষার্থীদের জীবনের কথা ভেবে এই দাবি বাস্তবায়ন করতে বিশ্ববিদ্যালয়কে কারোর নির্দেশ বা অনুমতির অপেক্ষা করতে হবে না। দেশের সকল অফিস আদালত চালু আছে, গার্মেন্টস কল কারখানা চালু আছে, শুধুমাত্র বিশ্ববিদ্যালয় করোনার রহস্যজনক অজুহাতে বন্ধ রাখা হয়েছে। সকল ছাত্র সংগঠনের সমন্বয়ে মনিটরিং সেল গঠন করে সুষ্ঠ সিট বণ্টন নিশ্চিত করে সকল শিক্ষার্থীর জন্য স্বাস্থ্যসম্মত সিট বরাদ্দ করলেই করোনা মোকাবেলা করে বিশ্ববিদ্যালয় খুলে দেয়া যায় এবং শিক্ষা জীবন স্বাভাবিক করা যায়।
তারা আরো বলেন, করোনার সময়ে ক্যাম্পাস ও আবাসিক হল বন্ধ থাকায় এই সময়ে একাডেমিক ও আবাসিক কোন ধরণের ফি নেয়া অযৌক্তিক, কারণ এই সময়ে মেইনটেনেন্স এর প্রয়োজন ছিল খুবই কম। এছাড়া এই ফি-এর দায় সম্পূর্নরূপে শুধুমাত্র শিক্ষার্থীদের ঘাড়ে চাপিয়ে দেয়ার চেষ্টাও অমানবিক, তাই আমরা এই ফি আদায় থেকে প্রশাসনকে বিরত থাকার আহবান জানাই।