রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস অফিসের দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো বেশকিছু লোকজন আটকে পড়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সিভিল এভিয়েশন ভবনের পাশে কাস্টমস হাউজের ড্রেনের কাজ করার সময় এই দেয়াল ধসে পড়ে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দর থানার ওসি নুরে আযম বলেন, এ পর্যন্ত একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া কয়েকজন নিচে চাপা পড়েছেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।
বিমানবন্দর থানা জানিয়েছে, আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।























