রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ির একটি বাসায় গ্যাস সরবরাহের লাইন ছিদ্র হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৮টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর জানা যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো বলেন, মোহাম্মদপুরের বাঁশবাড়ির একটি বাড়িতে গ্যাস সরবরাহের লাইন ছিদ্র হয়ে বুধবার সকাল ৮টার দিকে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে দুইটি ইউনিটের কর্মীরা চেষ্টা চালিয়ে ৮টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি বলেও তিনি জানান।

























