দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলাবাজর এলাকায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা হয়।
নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার সকাল পৌনে ৭টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চৌরাস্তার তমিজউদ্দিন মোড় নামক স্থানে বাসের ধাক্কায় ইঞ্জিনচালিত অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী নিহত হন।




















