দিন দিন প্রশ্ন ফাঁস বেড়েই চলেছে। এবার মাদারীপুরে এসএসসি পরীক্ষার ইংরেজী দ্বিতীয়পত্র প্রশ্ন ফাঁসের অভিযোগ একজনকে আটক করেছে জেলা প্রশাসক ও পুলিশ। পরে প্রশ্নফাঁসকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।
জেলা প্রশাসন ও পুলিশ জানান, সকালে ঈগল পরিবহনের একটি বাসে ঢাকা থেকে বরগুনা যাওয়ার সময় জোয়ায়দুল ইসলাম নামে এক যুবক এবারের এসএসপি পরীক্ষার ইংরেজী দ্বিতীয়পত্র প্রশ্ন মোবাইল দিয়ে বিভিন্ন শিক্ষার্থীদের সরবরাহ করছিল।
এসময় পাশের সিটে থাকা অপর যাত্রী প্রশ্ন ফাঁসের বিষয়টি বুঝতে পেরে অন্যদের জানায়। পরে জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে হাতে-নাতে প্রশ্নের কপিসহ তাকে আটক করে। আটক ওই যুবক ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে দাবি করেছে। সে বরগুনার জেলার আব্দুস ছাত্তার চোকদারের ছেলে।

জোয়ায়দুল দাবি করেন, ‘ফেসবুকে (Secret ssc 2k18) নামে একটি গ্রুপের মাধ্যমে টাকার বিনিময়ে পরীক্ষার সাজেশন লেনদেন করি। আমি কোনো ফাঁসকৃত প্রশ্নের সাথে যুক্ত নই। আমার সাথে আর কারও লেনদেনও নেই।’
জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম জানান, তার মোবাইল চেক করে সত্যতা পাওয়া যায়। পরে আজকের পরীক্ষার প্রশ্নের সাথে ফাঁসকৃত প্রশ্নের হুবহু মিল পাওয়া যায়। একই সাথে প্রশ্নের উত্তরও পাওয়া যায়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রস্তুতি নেয়া হচ্ছে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ ফারুক আহম্মদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন উপস্থিত ছিলেন।




















