বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান হলেন ড. মো. নজরুল ইসলাম। এর অাগে তিনি সহযোগী অধ্যাপক ছিলেন। আগামী তিন বছরের জন্য তিনি নিয়োগ পেয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে দুই বছরের জন্য নিয়োগ পাওয়া বিভাগের সহকারি অধ্যাপক তাসনীম হুমায়দার বিভাগীয় প্রধানের দায়িত্ব শেষ করেন গত ২৭ ফেব্রুয়ারী। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ বিভাগের প্রধানের দায়িত্ব গ্রহণ করেন।
বিভাগীয় প্রধান হিসেবে যোগদানের পর ড. নজরুল ইসলামকে ফুল দিয়ে বরণ করেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারিরা। ২০১১ সালে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ প্রতিষ্ঠার পর বিভাগের প্রথম শিক্ষক হিসেবে ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রথম বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন তিনি। দ্বিতীয় বারের মত বিভাগীয় প্রধান হলেন তিনি।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























