১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডাকাতি, গ্রেপ্তার ১০

ডাকাতির প্রস্তুতিকালে সাভারের আশুলিয়া ও গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪ সিপিসি-২ কোম্পানি।

আজ রোববার বিকেলে সাভারের নবীনগর সিপিসি-২ কার্যালয়ে ১০ জনকে গ্রেপ্তারের বিষয়ে ব্রিফ করেন কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।

র্যাব কর্মকর্তা বলেন, আশুলিয়া ও কালিয়াকৈর এলাকায় একটি ডাকাতদল দীর্ঘদিন ধরে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে বিভিন্ন বাড়ি ও গাড়িতে ডাকাতি করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে দুই জায়গায় অভিযান চালিয়ে ১০ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, একটি অটোরিকশা, তিনটি ওয়াকিটকি, এক জোড়া হ্যান্ডকাফ, একটি বেতের লাঠি, ১২টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয় তাদের কাছ থেকে।

আটককৃতরা হলেন : বগুড়া জেলার আশরাফুল ইসলাম (৩২), শেরপুরের রুবেল মিয়া (৩০) ও সাকিব (১৯), কিশোরগঞ্জের আফিকুজ্জামান শরিফ (৩৮), নেত্রকোনার রফিকুল ইসলাম (৩০), গোপালগঞ্জের রাসেল মুন্সি (৩০), নড়াইলের রুবেল মুন্সি (৩২), জামালপুরের ইউসুফ (২৫), কুষ্টিয়ার আবু তাহের (৩৮) ও টাঙ্গাইল জেলার সুমন মিয়া (২৩)।

আটকদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে দাবি করে র্যাব। এদের বিরুদ্ধে আশুলিয়া ও কালিয়াকৈর থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা।

ট্যাগ :

সাবেক মার্কিন বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন

ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডাকাতি, গ্রেপ্তার ১০

প্রকাশিত : ১০:০০:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১

ডাকাতির প্রস্তুতিকালে সাভারের আশুলিয়া ও গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪ সিপিসি-২ কোম্পানি।

আজ রোববার বিকেলে সাভারের নবীনগর সিপিসি-২ কার্যালয়ে ১০ জনকে গ্রেপ্তারের বিষয়ে ব্রিফ করেন কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।

র্যাব কর্মকর্তা বলেন, আশুলিয়া ও কালিয়াকৈর এলাকায় একটি ডাকাতদল দীর্ঘদিন ধরে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে বিভিন্ন বাড়ি ও গাড়িতে ডাকাতি করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে দুই জায়গায় অভিযান চালিয়ে ১০ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, একটি অটোরিকশা, তিনটি ওয়াকিটকি, এক জোড়া হ্যান্ডকাফ, একটি বেতের লাঠি, ১২টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয় তাদের কাছ থেকে।

আটককৃতরা হলেন : বগুড়া জেলার আশরাফুল ইসলাম (৩২), শেরপুরের রুবেল মিয়া (৩০) ও সাকিব (১৯), কিশোরগঞ্জের আফিকুজ্জামান শরিফ (৩৮), নেত্রকোনার রফিকুল ইসলাম (৩০), গোপালগঞ্জের রাসেল মুন্সি (৩০), নড়াইলের রুবেল মুন্সি (৩২), জামালপুরের ইউসুফ (২৫), কুষ্টিয়ার আবু তাহের (৩৮) ও টাঙ্গাইল জেলার সুমন মিয়া (২৩)।

আটকদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে দাবি করে র্যাব। এদের বিরুদ্ধে আশুলিয়া ও কালিয়াকৈর থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা।