নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে( নোবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম করোনা আক্রান্ত হয়েছেন। ১৬ ই মার্চ ( মঙ্গলবার) সকাল ৭ টায় নোবিপ্রবি জনসংযোগ দপ্তরে কর্মকর্তা ইফতেখার হোসেন রাজু বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দপ্তরে অফিসিয়াল ফেসবুক গ্রুপে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময়ে, তিনি নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার- উল- আলমের সুস্থতা কামনা করে দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন।
১৫ ই মার্চ রাত থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপে উপাচার্যের করোনা আক্রান্তের খবর ছড়িয়ে পড়ে। ১৫ ই মার্চ ( সোমবার) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫২ তম একাডেমিক কাউন্সিল এর সভা ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলমের সভাপতিত্বে নোবিপ্রবি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
উল্লেখ, নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ ৯ ফ্রেবুয়ারি ২০২১ তারিখে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কাভিড-১৯ এর প্রথম ডোজ টিকা গ্রহণ করেন।


























