০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শেকৃবি ল্যাংগুয়েজ ক্লাবের বিশেষ আয়োজন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে পাবলিক স্পিকিং প্রতিযোগিতার আয়োজন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ল্যাঙ্গুয়েজ ক্লাব। বুধবার বিকাল ৫.০০ টায় অনলাইন মাধ্যমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শেকৃবির সকল স্তর থেকেই প্রতিযোগি অংশগ্রহণ করেন উক্ত প্রতিযোগিতায়। তন্মধ্যে বিচারক মণ্ডলী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান ঘোষণা করেন।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ওয়ালী আহাদ সেতু, সহযোগী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন এন্ড ইনফরমেশন সিস্টেম। এছাড়াও বিচারক হিসেবে ছিলেন শেকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মমিন সরকার এবং বর্তমান সভাপতি মোঃ রসুল হোসেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন হাবিবা সুলতানা বৃষ্টি, দ্বিতীয় স্থান অধিকার করেন সুমাইয়া আজাদ এবং তৃতীয় স্থান অধিকার করেন এম এম কাইয়ুম কাফি।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোঃ সেকান্দার আলী বলেন, এই সংক্ষিপ্ত সময়ে বঙ্গবন্ধুকে নিয়ে বলা আসলেই অনেক কঠিন একটা ব্যাপার। তিনি বলেন, বর্তমানে সকল ছাত্রছাত্রীর উচিত বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করা যার ফলে তারা জানতে এবং বুঝতে পারবেন তিনি কতটা মহান এবং দেশপ্রেমী ছিলেন। তিনি ছাত্র ছাত্রীদের অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়াচীন পড়তে আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতি হিসেবে মোঃ রসুল হোসেন বলেন, বঙ্গবন্ধু শুধু একটি নাম নয় এটি বাংলাদেশের জন্য বিশাল এক অনুভুতি। তিনি বলেন, বাংলাদেশের অনুভুতিতে সবসময় মিশে রবে একটি নাম তা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সকলকে শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে তিনি অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শেকৃবি ল্যাংগুয়েজ ক্লাবের বিশেষ আয়োজন

প্রকাশিত : ০৪:১৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে পাবলিক স্পিকিং প্রতিযোগিতার আয়োজন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ল্যাঙ্গুয়েজ ক্লাব। বুধবার বিকাল ৫.০০ টায় অনলাইন মাধ্যমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শেকৃবির সকল স্তর থেকেই প্রতিযোগি অংশগ্রহণ করেন উক্ত প্রতিযোগিতায়। তন্মধ্যে বিচারক মণ্ডলী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান ঘোষণা করেন।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ওয়ালী আহাদ সেতু, সহযোগী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন এন্ড ইনফরমেশন সিস্টেম। এছাড়াও বিচারক হিসেবে ছিলেন শেকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মমিন সরকার এবং বর্তমান সভাপতি মোঃ রসুল হোসেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন হাবিবা সুলতানা বৃষ্টি, দ্বিতীয় স্থান অধিকার করেন সুমাইয়া আজাদ এবং তৃতীয় স্থান অধিকার করেন এম এম কাইয়ুম কাফি।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোঃ সেকান্দার আলী বলেন, এই সংক্ষিপ্ত সময়ে বঙ্গবন্ধুকে নিয়ে বলা আসলেই অনেক কঠিন একটা ব্যাপার। তিনি বলেন, বর্তমানে সকল ছাত্রছাত্রীর উচিত বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করা যার ফলে তারা জানতে এবং বুঝতে পারবেন তিনি কতটা মহান এবং দেশপ্রেমী ছিলেন। তিনি ছাত্র ছাত্রীদের অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়াচীন পড়তে আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতি হিসেবে মোঃ রসুল হোসেন বলেন, বঙ্গবন্ধু শুধু একটি নাম নয় এটি বাংলাদেশের জন্য বিশাল এক অনুভুতি। তিনি বলেন, বাংলাদেশের অনুভুতিতে সবসময় মিশে রবে একটি নাম তা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সকলকে শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে তিনি অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর