০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

২০ মার্চ: ইতিহাসে এই দিনে যা ঘটেছিল

আজ ২০ মার্চ ২০২১, শনিবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি :

১৬৮৬ – কলকাতার সুতানটি গ্রামে প্রথম ব্রিটিশ পতাকা উত্তোলন করা হয়।

১৭৩৯ – নাদির শাহ দিল্লি দখল করেন।

১৮১৪ – যুবরাজ উইলিয়াম ফ্রেডরিক নেদারল্যান্ডসের রাজা হন।

১৯৩৫ – ব্রিটিশ কাউন্সিল প্রতিষ্ঠিত হয়।

১৯৯১ – খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

জন্ম:

১৪৯৭ – ইনকা সম্রাট আটাওয়ালপা ।

১৬১৫ – মোঘল সম্রাট শাহজাহানের প্রথম পুত্র দারাশিকো

১৮২৮ – হেএকজন নরওয়েজীয় নাট্যকার নরিক ইবসেন, যিনি আধুনিক বাস্তবতাবাদী নাটকের সূত্রপাত করেছেন।

১৯৮৯ – তামিম ইকবাল, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটসম্যান।

মৃত্যু:

১৯২৬ – ব্রিটিশ ভারতের বাঙালি কবি কাজী ইমদাদুল হক।

২০১৩ – বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি জিল্লুর রহমান।

২০১৭ – লেখিকা অধ্যাপক জুবাইদা গুলশান আরা।

দিবস:

বিশ্ব সুখ দিবস।

ট্যাগ :

২০ মার্চ: ইতিহাসে এই দিনে যা ঘটেছিল

প্রকাশিত : ০৮:৫১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১

আজ ২০ মার্চ ২০২১, শনিবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি :

১৬৮৬ – কলকাতার সুতানটি গ্রামে প্রথম ব্রিটিশ পতাকা উত্তোলন করা হয়।

১৭৩৯ – নাদির শাহ দিল্লি দখল করেন।

১৮১৪ – যুবরাজ উইলিয়াম ফ্রেডরিক নেদারল্যান্ডসের রাজা হন।

১৯৩৫ – ব্রিটিশ কাউন্সিল প্রতিষ্ঠিত হয়।

১৯৯১ – খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

জন্ম:

১৪৯৭ – ইনকা সম্রাট আটাওয়ালপা ।

১৬১৫ – মোঘল সম্রাট শাহজাহানের প্রথম পুত্র দারাশিকো

১৮২৮ – হেএকজন নরওয়েজীয় নাট্যকার নরিক ইবসেন, যিনি আধুনিক বাস্তবতাবাদী নাটকের সূত্রপাত করেছেন।

১৯৮৯ – তামিম ইকবাল, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটসম্যান।

মৃত্যু:

১৯২৬ – ব্রিটিশ ভারতের বাঙালি কবি কাজী ইমদাদুল হক।

২০১৩ – বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি জিল্লুর রহমান।

২০১৭ – লেখিকা অধ্যাপক জুবাইদা গুলশান আরা।

দিবস:

বিশ্ব সুখ দিবস।