প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনসভাস্থলে মানুষের ঢল নেমেছে। জনসভাস্থলে প্রথমে বরিশাল বিএম কলেজ ছাত্রলীগের মিছিল প্রবেশ করে। এরপর উদ্যানের উত্তর ও দক্ষিণ দিকের ৬টি প্রবেশপথ দিয়ে ধীরে ধীরে মিছিল আসতে শুরু করে।
বেলা ২টার মধ্যে জনসভাস্থলে পরিপূর্ণ হয়ে যায়। বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন এলাকা থেকে বাস, লঞ্চ ও মোটরসাইকেলযোগে জনসভায় অংশ নিতে নগরে আসছে নেতাকর্মীরা
বৃহস্পতিবার বিকেলে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা। জনসভা শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে থেকেই জনসভাস্থলে জনসাধারণ আসতে শুরু করেছে।
বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল জানান, প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে বিরাট নৌকা আকৃতির মঞ্চ তৈরি করা হয়েছে।মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাদিক আব্দুল্লাহ বলেন, নেতাকর্মীরা বিভিন্নভাবে জনসভাস্থলে আসছেন। তাদের সুবিধার্থে কাজ করছি আমরা।























