টিকা নেয়ার ৪২ দিন পর করোনায় আক্রান্ত হলেন কিশোরগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান। সোমবার সন্ধ্যায় প্রকাশিত নমুনা পরীক্ষার রিপোর্টে তার কোভিড-১৯ পজিটিভ এসেছে।
জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ জেলায় ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হওয়ার দিনই ওই ডিপুটি সিভিল সার্জন করোনার টিকা নেন। গত কয়েকদিন ধরে তিনি অসুস্থতা বোধ করলে রোববার তিনি কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা উপসর্গ দেখা দেয়ার পর ডেপুটি সিভিল সার্জন ছুটি নিয়ে আইসোলেশনে রয়েছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ৬ জনের কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। বর্তমানে এ জেলায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে।
সর্বশেষ সোমবার সন্ধ্যায় প্রকাশিত ফলাফলে করোনা শনাক্ত হওয়া ছয়জনের মধ্যে কিশোরগঞ্জ সদর ও ভৈরব উপজেলায় দুইজন করে এবং তাড়াইল ও পাকুন্দিয়া উপজেলায় একজন করে মোট ছয়জন কোভিড-১৯ শনাক্ত হয়েছেন।
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে মোট ৯৩ জনের নমুনা পরীক্ষায় এই ছয়জনের পজিটিভ এসেছে।