স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশে আইনের শিক্ষার্থী ও আইন অঙ্গনের বিজ্ঞজনদের নিয়ে জাস্টিস সার্ভড ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আজহারুল ইসলামকে সভাপতি এবং গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগের শিক্ষার্থী মোঃ সাহিদ ইসলামকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে৷ তারা আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন৷
শুক্রবার সন্ধ্যা সাড়ে সাত টায় এক ভার্চুয়াল আলোচনার মাধ্যমে ফাউন্ডেশনের অফিসিয়াল উদ্বোধন ঘোষণা করা হয়৷আলোচনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যান্ড পলিসি এন্ড ল বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জনাব মোঃ রেজাউল ইসলাম মাসুম, এবং উত্তরা ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার এবং ঢাকা জজ কোর্টের আইনজীবী, অ্যাডভোকেট আশরাফুজ্জামান বাবু (নিলয়)।এছাড়াও ফাউন্ডেশনের সাথে যুক্ত বাংলাদেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জাস্টিস সার্ভড ফাউন্ডেশন – জেএসএফ হল একটি অলাভজনক, অরাজনৈতিক আইনী সংগঠন যা বাংলাদেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থী এবং আইনী অঙ্গনের মানুষেদের নিয়ে গঠিত। ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠায় সংগঠনের সাথে যুক্ত সবাই প্রতিশ্রুতিবদ্ধ।
জাস্টিস সার্ভড ফাউন্ডেশন এর নব্য সভাপতি আজহারুল ইসলাম বলেছেন, আইনের শিক্ষার্থীদেরকে সমন্বয়ের মাধ্যমে আইনের সুশাসন প্রতিষ্ঠায়, জনসাধারণের মানবাধিকার সম্পর্কে সুস্পষ্ট ধারনা প্রদান করা। এছাড়াও পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নিয়ে কাজ করবে এই প্লাটফর্ম- জেএসএফ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ জেএসএফ এর সাথে যুক্ত সবাইকে এক হয়ে ফাউন্ডেশনের মূল লক্ষ্য উদ্দেশ্য পূরন করার আহবান জানান এবং শুভকামনা করেন।অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থী নিপা রানী সাহা এবং গ্লোবাল ইউনিভার্সিটির আইনের শিক্ষার্থী নুসরাত জাহান লামিয়া।
উল্লেখ্য জাস্টিস সার্ভড ফাউন্ডেশন – জেএসএফ হল একটি অলাভজনক, অরাজনৈতিক আইনী সংগঠন যা বাংলাদেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থী এবং আইনী অঙ্গনের মানুষেদের নিয়ে গঠিত। ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠায় সংগঠনের সাথে যুক্ত সবাই প্রতিশ্রুতিবদ্ধ।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























