০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

এ কেমন চরিত্রে রণবীর!

আলোচিত যোগগুরু রামদেবকে নিয়ে সিনেমা তৈরি করা হবে বলে গুঞ্জন শুরু হয়েছে বলিউড অঙ্গনে। রামদেবের চরিত্রে অভিনয়ের জন্য যোগগুরুর কাকে পছন্দ জানেন?

সম্প্রতি রামদেবের একটি সাক্ষাত্কারের সময় হাজির হয়েছিলেন রণবীর সিং। আর সেখানে রামদেবকে এ বিষয়ে প্রশ্ন করা হলে, যোগগুরু রামদেব বলেন, বলিউডে কম বেশি সবাই ভাল অভিনয় করেন। সব অভিনেতার কাজই তাঁর ভাল লাগে। কিন্তু, কখনও যদি তাঁর জীবনী তৈরি হয়, সেখানে তিনি রণবীর সিং-কে চাইবেন। রণবীরই নাকি যোগগুরুর চরিত্রে সবচেয়ে ভাল অভিনয় করতে পারবেন বলেও মনে করেন পতঞ্জলি প্রণেতা।

যদিও এ বিষয়ে রণবীর সিং কিন্তু তাঁর মতামত কখনও প্রকাশ করেননি। তবে যোগগুরুর জীবনী নিয়ে সিনেমা তৈরি হলে সেখানে রণবীর সিং-কে দেখা যাবে না অন্য কাউকে, সে বিষয়েও স্পষ্ট করে জানা যায়নি কিছু।

এদিকে ‘পদ্মাবত’-এ আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয়ের পর থেকেই রণবীর সিং-কে নিয়ে বি টাউনে জোর জল্পনা শুরু হয়েছে। ‘পদ্মাবত’ তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা বলেও দাবি করেছেন রণবীর।

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

এ কেমন চরিত্রে রণবীর!

প্রকাশিত : ১১:৪০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০১৮

আলোচিত যোগগুরু রামদেবকে নিয়ে সিনেমা তৈরি করা হবে বলে গুঞ্জন শুরু হয়েছে বলিউড অঙ্গনে। রামদেবের চরিত্রে অভিনয়ের জন্য যোগগুরুর কাকে পছন্দ জানেন?

সম্প্রতি রামদেবের একটি সাক্ষাত্কারের সময় হাজির হয়েছিলেন রণবীর সিং। আর সেখানে রামদেবকে এ বিষয়ে প্রশ্ন করা হলে, যোগগুরু রামদেব বলেন, বলিউডে কম বেশি সবাই ভাল অভিনয় করেন। সব অভিনেতার কাজই তাঁর ভাল লাগে। কিন্তু, কখনও যদি তাঁর জীবনী তৈরি হয়, সেখানে তিনি রণবীর সিং-কে চাইবেন। রণবীরই নাকি যোগগুরুর চরিত্রে সবচেয়ে ভাল অভিনয় করতে পারবেন বলেও মনে করেন পতঞ্জলি প্রণেতা।

যদিও এ বিষয়ে রণবীর সিং কিন্তু তাঁর মতামত কখনও প্রকাশ করেননি। তবে যোগগুরুর জীবনী নিয়ে সিনেমা তৈরি হলে সেখানে রণবীর সিং-কে দেখা যাবে না অন্য কাউকে, সে বিষয়েও স্পষ্ট করে জানা যায়নি কিছু।

এদিকে ‘পদ্মাবত’-এ আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয়ের পর থেকেই রণবীর সিং-কে নিয়ে বি টাউনে জোর জল্পনা শুরু হয়েছে। ‘পদ্মাবত’ তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা বলেও দাবি করেছেন রণবীর।