রাজধানীর বংশালে একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে ৬ মাদ্রাসা শিক্ষার্থী দগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলো, সালমান, রফমান, আশিক, মোক্তাকিম, সাজ্জাদ, জাবেদ।
জানা যায়, দগ্ধ শিক্ষার্থীরা রাজধানীর বংশালের আলুবাজারে মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ছয় মাদ্রাসা ছাত্রের শরীরে ২-৪ শতাংশ করে দগ্ধ হয়েছে। তাদের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।
মাদ্রাসার শিক্ষক মো. নজরুল ইসলাম জানান, সকালে মক্তব পড়ে ওই ছয় শিক্ষার্থী মাদ্রাসা থেকে বের হয়। এ সময় মাদ্রাসার কাছেই একটি ট্রান্সফর্মার বিস্ফোরণে তারা সামান্য দগ্ধ হয়। পরে তাদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

























