০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

না ফেরার দেশে জন গ্যাভিন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৮
  • 155

না ফেরার দেশে আলফ্রেড হিচককের কাল্ট সিনেমা ‘সাইকো’-খ্যাত অভিনেতা জন গ্যাভিন। কিছুদিন ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন জন গ্যাভিন। এছাড়া অনেকদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন তিনি।

শুক্রবার ভোরে তিনি যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। খবর টিএমজেড ডটকম।

গ্যাভিন ‘স্পাটাকাস’ সিনেমায় জুলিয়াস সিজার ও ‘ইমিটেশন অব লাইফ’-এ স্টিভ আর্চার চরিত্রে অভিনয় করেন। ‘আ টাইম টু লাভ অ্যান্ড আ টাইম টু ডাই’-এ অ্যানেস্ট গ্রাবার চরিত্রে অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার জেতেন।

‘সাইকো’তে স্যাম লুমিস চরিত্রে অভিনয় করেন জন গ্যাভিন। তিনি ‘মিডনাইট লেস’-এর মতো আরো কিছু ক্লাসিক সিনেমায় অভিনয় করেন। এছাড়া প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের সময়ে মেক্সিকোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

না ফেরার দেশে জন গ্যাভিন

প্রকাশিত : ০৩:০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৮

না ফেরার দেশে আলফ্রেড হিচককের কাল্ট সিনেমা ‘সাইকো’-খ্যাত অভিনেতা জন গ্যাভিন। কিছুদিন ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন জন গ্যাভিন। এছাড়া অনেকদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন তিনি।

শুক্রবার ভোরে তিনি যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। খবর টিএমজেড ডটকম।

গ্যাভিন ‘স্পাটাকাস’ সিনেমায় জুলিয়াস সিজার ও ‘ইমিটেশন অব লাইফ’-এ স্টিভ আর্চার চরিত্রে অভিনয় করেন। ‘আ টাইম টু লাভ অ্যান্ড আ টাইম টু ডাই’-এ অ্যানেস্ট গ্রাবার চরিত্রে অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার জেতেন।

‘সাইকো’তে স্যাম লুমিস চরিত্রে অভিনয় করেন জন গ্যাভিন। তিনি ‘মিডনাইট লেস’-এর মতো আরো কিছু ক্লাসিক সিনেমায় অভিনয় করেন। এছাড়া প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের সময়ে মেক্সিকোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।