বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়াকে যে সাজা দেয়া হয়েছে তা তাকে নির্বাচন থেকে বাইরে রাখতে দেয়া হয়েছে- বিএনপিপন্থী আইনজীবীদের এমন মন্তব্যের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তিনি নির্বাচনে যেতে পারবে কি পারবে না এ বিষয়ে উচ্চ আদালতের দুইটি রায় আছে। সে রায় অনুয়ায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশন। কেউ আইনের ঊর্ধ্বে নয়, আইন সকলের ঊর্ধ্বে। অনর্থক হুমকি-ধামকিতে তা পরিবর্তন হবে না।
রবিবার জাতীয় আইন প্রশিক্ষণ কেন্দ্রে জেলা জজদের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব একথা তিনি বলেন।
আইনমন্ত্রী বলেন, সরকার এত ভীত নয় যে কাউকে নির্বাচনের বাইরে রেখে সরকার নির্বাচন দেবে। তবে যদি কেউ আইনের কারণে নির্বাচনের বাইরে থাকেন তাহলে আমাদের কিছু করার নেই। আইন সম্পূর্ণ স্বাধীন। আইন আইনের মতো চলবে।
তিনি বলেন, আদালত খালেদাকে সাজা দিয়েছেন। নিয়ম অনুযায়ী তিনি এখন আপিল করবেন। আপিল গ্রহণের পর তিনি জামিন চাইলে আবেদন করতে পারেন। এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন আদালত। সেখানে সরকারের তো কিছু করার নেই। অনর্থক হুমকি-ধামকি দিয়ে সরকারকে আইনবিরোধী কিছু করার চাপ দিয়ে কোনো লাভ নেই।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, আইন সচিব আবু সালেহ মোহাম্মদ জহুরুল হক ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক বিচারপতি মুসা খালেদ।























