টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সোমবার (১২ এপ্রিল) বিকেলে জেলা আওয়ামী লীগের দ্প্তর সম্পাদক রফিকুল ইসলাম খান নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল, জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী শফিকুল মওলা দোয়েল।
রফিকুল ইসলাম খান জানান, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির গত ৩ এপ্রিল সংসদ ভবনের পাশের বুথে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। পরে ৪ এপ্রিল ফলাফলে তার করোনা পজিটিভ আসে।এর আগেও গত বছরের ২১ সেপ্টেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল গত ৯ এপ্রিল করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। পরে ১১ এপ্রিল ফলাফলে তার করোনা পজিটিভ আসে। জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল গত ৫ এপ্রিল করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। পরে ৬ এপ্রিল ফলাফলে তার করোনা পজিটিভ আসে। শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ গত ৬ এপ্রিল করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। পরে ৮ এপ্রিল ফলাফলে তার করোনা পজিটিভ আসে। প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী শফিকুল মওলা দোয়েল গত ৬ এপ্রিল করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। পরে ৮ এপ্রিল ফলাফলে তার করোনা পজিটিভ আসে। তাদের সুস্থতা কামনা তারা সকলের কাছে দোয়া চেয়েছেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















