০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

ফাল্গুনে কিভাবে নিজেকে রাঙ্গাবেন

বছর ঘুরে আবার আসছে বসন্ত। প্রকৃতি সাজতে শুরু করেছে নতুন রূপে। বসন্তের প্রথম দিনটিকে বরণ করে নেয়ার জন্যে আমাদের উৎসাহের কোনো কমতি নেই।

সাজে, পোশাকে বসন্তকে বরণ করে নিতে তাদের যেন আগ্রহের শেষ নেই। কেন আপনিই বা সেই তালিকা থেকে বাদ পড়বেন। চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই ফাল্গুনে নিজে রাঙ্গাবেন-

ফাল্গুনের দিনে শাড়ি, সালোয়ার কামিজ, ফতুয়া, ফ্রক যে যাই পরুক না কেন তাতে থাকা চাই হলুদ, বাসন্তী কিংবা লাল রঙের ছোঁয়া। শুধু নারী নয়, পুরুষের শার্ট, পাঞ্জাবি বা ফতুয়ার ক্ষেত্রেই একই ব্যাপার কাজ করে। আজকাল সব বয়সীরাই পোশাক-সাজ নিয়ে বেশ সচেতন থাকে। তাদের এ সচেতনতাকে কেন্দ্র করেই দিন দিন গড়ে উঠছে বিভিন্ন ফ্যাশন হাউসগুলো। ভিন্ন ভিন্ন রুচির কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে নানা রঙের, নানা ডিজাইনের পোশাক। আরও আছে কাঠ, মাটি, মেটাল, পাথর, বাঁশ ইত্যাদি দিয়ে তৈরি চুড়ি, কানের দুল, গলার মালা ইত্যাদি।

1487013887_2

পুরুষের জন্য অবশ্য এ সময় পাঞ্জাবিই সেরা। আর কর্মব্যস্ত পুরুষদের জন্য আজকাল বুটিক হাউসগুলো বাজারে এনেছে ফাল্গুন রঙা শার্ট। ঘরে-বাইরে-কর্মক্ষেত্রে সবখানেই বসন্তকালীন পোশাকের কদর দেখা যায়।

ফাল্গুনের আগমনের সঙ্গে সঙ্গে আবহাওয়ায় পরিবর্তন আসতে থাকে। এলোমেলো হাওয়ার সঙ্গে উড়তে থাকে ধুলোবালি। তাই ত্বকের বিশেষ যত্ন অপরিহার্য হয়ে পড়ে। ত্বক ভালো থাকলেই সাজগোজ করে আনন্দ পাওয়া যায়। এসময় রোদের জন্য মুখে সানস্ক্রিন লোশন লাগাবেন সবসময়। তবে ঘরে বানানো অনুষঙ্গ দিয়ে ত্বকচর্চার বিকল্প নেই। হাতের কাছে যা পাওয়া যায় যেমন মসুরের ডাল, টমেটো, শসা, লেবুর রস, মধু ইত্যাদি দিয়ে ত্বকের যত্ন করা যায়। আর চুল সবসময় পরিষ্কার রাখা দরকার। এতে চুল পড়বে কম এবং ভাঙবে না কিংবা চুলে রুক্ষভাব দেখা দেবে না।

কিন্তু মেকাপ? পহেলা ফাল্গুনে মেকাপটা কীভাবে করবেন? কেমন হওয়া উচিত? কীভাবে মেকাপটা করলে মানানসই হবে? তা নিয়ে নিশ্চয়ই অনেক কনফিউশন রয়েছে। তাহলে চলুন জেনে নিই, পহেলা ফাল্গুনে মেকাপের টুকিটাকি বিষয়গুলো।

2_RajibDhar32948

(১) বেইজ মেকাপ

পহেলা ফাল্গুনে যেহেতু দিনের বেলায়ই বেশীরভাগ বাইরে বের হওয়া হয়, তাই বেইজ মেকাপটা একটু ন্যাচারাল, স্নিগ্ধ হলেই ভালো লাগবে। প্রকৃতির সাথে সাথে আপনার মধ্যেও তাহলে একটা স্নিগ্ধ ভাব ফুটে উঠবে।

বেইজ মেকাপের আগে অবশ্যই নিজের মুখকে মেকাপের জন্যে প্রস্তুত করে নিবেন। এজন্য মুখ ক্লিন করে, স্ক্রাবিং করে নিবেন। এরপর সানস্ক্রিন এবং ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না।

ফাউন্ডেশনের আগে একটা ভালো প্রাইমার অবশ্যই লাগাবেন। যেটা আপনার ত্বকের ধরনের সাথে মানিয়ে যায়। একটি ভালো প্রাইমার আপনার মেকাপকে সারাদিন ভালো রাখতে সাহায্য করবে।

Jhenidah-Boshonto-Utshob-1

ফাউন্ডেশন হিসেবে বেছে নিন ফুল কভারেজ ফাউন্ডেশন। যেহেতু আমরা একটি ন্যাচারাল বেইজ চাচ্ছি, তাই একগাদা ফাউন্ডেশন এর লেয়ারের চেয়ে একটি ফুল কভারেজ ফাউন্ডেশন ভালো কাজে দেবে। কারণ ফুল কভারেজ ফাউন্ডেশন পরিমানে কম লাগবে, ফলে আপনার অনেক বেশি ফাউন্ডেশন ব্যবহার করার প্রয়োজন পড়বে না।

সারাদিন অনেকে বেশি ফ্রেশ দেখাতে সাহায্য করবে ক্রিম হাইলাইটিং। আপনার স্কিন শেডের থেকে ২-৩ শেড লাইট একটি কনসিলার দিয়ে করে নিন ক্রিম হাইলাইটিং। কনসিলারটি আপনার চোখের নিচে, কপালে, নাকের উপর, থুতনিতে লাগিয়ে নিন এবং ব্লেন্ড করে ফেলুন। কনসিলারটি অবশ্যই পাউডার দিয়ে সেট করে নিবেন।

ভুলেও ক্রিম কন্ট্যুরিং করবেন না। দিনের বেলায় ক্রিম কন্ট্যুরিং মেল্ট হয়ে যেতে পারে। কন্ট্যুরিং পাউডার ব্যবহার করতে পারেন। সবথেকে ভালো হয়, ব্রোঞ্জার পাউডার ব্যবহার করলে। ব্রোঞ্জার আপনার ফেস এ একটা সান-কিসড লুক দিবে। ব্রাশের সাহায্যে ব্রোঞ্জার নিয়ে চিক বোনের নিচের দিকে, কপালে, থুঁতনির নিচে ব্রোঞ্জার লাগিয়ে নিন।

ব্লাশ হিসেবে বেছে নিন, হালকা ধরনের কালার। যেমন- পিংক, কোরাল, পিচ ইত্যাদি কালার ভালো লাগবে।

যারা পাউডার হাইলাইটার পছন্দ করেন, তারা পাউডার হাইলাইটার লাগাতে ভুলবেন না।

fal_bg_541697483

(২) আই মেকাপ

আই মেকাপের ক্ষেত্রে প্রথমেই চোখের পাতায় আই প্রাইমার লাগিয়ে নিবেন। আই প্রাইমার আপনার আইশ্যাডোকে লং লাস্টিং করতে হেল্প করবে। আই প্রাইমার না থাকলে কনসিলার ব্যবহার করতে পারেন। তবে এটি চোখের পাতায় লাগানোর পর অবশ্যই একটি পাউডার দিয়ে সেট করে নেবেন।

আই মেকাপেও যেন স্নিগ্ধ ভাব ফুটে ওঠে, সেটা হিসেব করেই আইশ্যাডো লাগাবেন। চড়া রঙ এর কালারগুলো ব্যবহার থেকে বিরত থাকুন। কোরাল, পিচ, অরেঞ্জ, ইয়োলো, গোল্ডেন,কপার, লাইট ব্রাউন, লাইট পিংক, লাইট পার্পল, প্যারট গ্রিন কালারগুলো খুব ভালো মানিয়ে যাবে পহেলা ফাল্গুনে। আই মেকাপে আইশ্যাডো হিসেবে এই কালারগুলো ব্যবহার করতে পারেন।

পহেলা ফাল্গুনে অবশ্যই টানা করে আইলাইনার লাগাবেন। আপনি চাইলে ব্ল্যাক বা ভিন্ন কালারের কাজল এবং লাইনার ও ব্যবহার করতে পারেন। এটা আই মেকাপে নতুন মাত্রা নিয়ে আসবে।

দিনের বেলা বাইরে বের হলে ফলস আইল্যাশ না পরাই ভালো। এতে দেখতে আন-ন্যাচারাল লাগতে পারে। এর বদলে আইল্যাশগুলো আইল্যাশ কার্লার দিয়ে কার্ল করে নিয়ে, কয়েক কোট মাশকারা লাগিয়ে নিবেন।

modur-bosanta-asecha

(৩) লিপস্টিক

পহেলা ফাল্গুনে লিপস্টিক হিসেবে হালকা রঙগুলোই আমার কাছে পারফেক্ট মনে হয়। লাইট পিংক, নুড ব্রাউন/পিংক, মওভি, টেরাকোট্টা, অরেঞ্জ, পিচ, কোরাল ইত্যাদি কালারগুলো বেশ ভালো লাগবে দেখতে।

আপনি লাইট কালার ব্যবহার না করতে চাইলে রেড লিপস্টিক আপনার জন্যে ভালো অপশন। তবে চড়া কালারগুলো ব্যবহার না করাই বুদ্ধিমানের কাজ হবে।

যেহেতু সারাদিন বাইরে থাকবেন, সেহেতু বারবার তো আর লিপস্টিক অ্যাপ্লাই করা সম্ভব না। তাই বেছে নিন, ম্যাট লিকুইড লিপস্টিকগুলো। এগুলো নরমাল লিপস্টিক এর চাইতে বেশি লং লাস্টিং হয়।

এই তো জেনে নিলেন, পহেলা ফাল্গুলের মেকাপের টুকিটাকি। আশা করছি, এবার আপনার ফাল্গুনের মেকাপ নিয়ে কনফিউশন অনেকটাই দূর হবে।

ট্যাগ :
জনপ্রিয়

একজন ব্যবসায়ী বান্ধব নেতা ওয়াহিদুল হাসান দিপু

ফাল্গুনে কিভাবে নিজেকে রাঙ্গাবেন

প্রকাশিত : ১২:৫৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০১৮

বছর ঘুরে আবার আসছে বসন্ত। প্রকৃতি সাজতে শুরু করেছে নতুন রূপে। বসন্তের প্রথম দিনটিকে বরণ করে নেয়ার জন্যে আমাদের উৎসাহের কোনো কমতি নেই।

সাজে, পোশাকে বসন্তকে বরণ করে নিতে তাদের যেন আগ্রহের শেষ নেই। কেন আপনিই বা সেই তালিকা থেকে বাদ পড়বেন। চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই ফাল্গুনে নিজে রাঙ্গাবেন-

ফাল্গুনের দিনে শাড়ি, সালোয়ার কামিজ, ফতুয়া, ফ্রক যে যাই পরুক না কেন তাতে থাকা চাই হলুদ, বাসন্তী কিংবা লাল রঙের ছোঁয়া। শুধু নারী নয়, পুরুষের শার্ট, পাঞ্জাবি বা ফতুয়ার ক্ষেত্রেই একই ব্যাপার কাজ করে। আজকাল সব বয়সীরাই পোশাক-সাজ নিয়ে বেশ সচেতন থাকে। তাদের এ সচেতনতাকে কেন্দ্র করেই দিন দিন গড়ে উঠছে বিভিন্ন ফ্যাশন হাউসগুলো। ভিন্ন ভিন্ন রুচির কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে নানা রঙের, নানা ডিজাইনের পোশাক। আরও আছে কাঠ, মাটি, মেটাল, পাথর, বাঁশ ইত্যাদি দিয়ে তৈরি চুড়ি, কানের দুল, গলার মালা ইত্যাদি।

1487013887_2

পুরুষের জন্য অবশ্য এ সময় পাঞ্জাবিই সেরা। আর কর্মব্যস্ত পুরুষদের জন্য আজকাল বুটিক হাউসগুলো বাজারে এনেছে ফাল্গুন রঙা শার্ট। ঘরে-বাইরে-কর্মক্ষেত্রে সবখানেই বসন্তকালীন পোশাকের কদর দেখা যায়।

ফাল্গুনের আগমনের সঙ্গে সঙ্গে আবহাওয়ায় পরিবর্তন আসতে থাকে। এলোমেলো হাওয়ার সঙ্গে উড়তে থাকে ধুলোবালি। তাই ত্বকের বিশেষ যত্ন অপরিহার্য হয়ে পড়ে। ত্বক ভালো থাকলেই সাজগোজ করে আনন্দ পাওয়া যায়। এসময় রোদের জন্য মুখে সানস্ক্রিন লোশন লাগাবেন সবসময়। তবে ঘরে বানানো অনুষঙ্গ দিয়ে ত্বকচর্চার বিকল্প নেই। হাতের কাছে যা পাওয়া যায় যেমন মসুরের ডাল, টমেটো, শসা, লেবুর রস, মধু ইত্যাদি দিয়ে ত্বকের যত্ন করা যায়। আর চুল সবসময় পরিষ্কার রাখা দরকার। এতে চুল পড়বে কম এবং ভাঙবে না কিংবা চুলে রুক্ষভাব দেখা দেবে না।

কিন্তু মেকাপ? পহেলা ফাল্গুনে মেকাপটা কীভাবে করবেন? কেমন হওয়া উচিত? কীভাবে মেকাপটা করলে মানানসই হবে? তা নিয়ে নিশ্চয়ই অনেক কনফিউশন রয়েছে। তাহলে চলুন জেনে নিই, পহেলা ফাল্গুনে মেকাপের টুকিটাকি বিষয়গুলো।

2_RajibDhar32948

(১) বেইজ মেকাপ

পহেলা ফাল্গুনে যেহেতু দিনের বেলায়ই বেশীরভাগ বাইরে বের হওয়া হয়, তাই বেইজ মেকাপটা একটু ন্যাচারাল, স্নিগ্ধ হলেই ভালো লাগবে। প্রকৃতির সাথে সাথে আপনার মধ্যেও তাহলে একটা স্নিগ্ধ ভাব ফুটে উঠবে।

বেইজ মেকাপের আগে অবশ্যই নিজের মুখকে মেকাপের জন্যে প্রস্তুত করে নিবেন। এজন্য মুখ ক্লিন করে, স্ক্রাবিং করে নিবেন। এরপর সানস্ক্রিন এবং ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না।

ফাউন্ডেশনের আগে একটা ভালো প্রাইমার অবশ্যই লাগাবেন। যেটা আপনার ত্বকের ধরনের সাথে মানিয়ে যায়। একটি ভালো প্রাইমার আপনার মেকাপকে সারাদিন ভালো রাখতে সাহায্য করবে।

Jhenidah-Boshonto-Utshob-1

ফাউন্ডেশন হিসেবে বেছে নিন ফুল কভারেজ ফাউন্ডেশন। যেহেতু আমরা একটি ন্যাচারাল বেইজ চাচ্ছি, তাই একগাদা ফাউন্ডেশন এর লেয়ারের চেয়ে একটি ফুল কভারেজ ফাউন্ডেশন ভালো কাজে দেবে। কারণ ফুল কভারেজ ফাউন্ডেশন পরিমানে কম লাগবে, ফলে আপনার অনেক বেশি ফাউন্ডেশন ব্যবহার করার প্রয়োজন পড়বে না।

সারাদিন অনেকে বেশি ফ্রেশ দেখাতে সাহায্য করবে ক্রিম হাইলাইটিং। আপনার স্কিন শেডের থেকে ২-৩ শেড লাইট একটি কনসিলার দিয়ে করে নিন ক্রিম হাইলাইটিং। কনসিলারটি আপনার চোখের নিচে, কপালে, নাকের উপর, থুতনিতে লাগিয়ে নিন এবং ব্লেন্ড করে ফেলুন। কনসিলারটি অবশ্যই পাউডার দিয়ে সেট করে নিবেন।

ভুলেও ক্রিম কন্ট্যুরিং করবেন না। দিনের বেলায় ক্রিম কন্ট্যুরিং মেল্ট হয়ে যেতে পারে। কন্ট্যুরিং পাউডার ব্যবহার করতে পারেন। সবথেকে ভালো হয়, ব্রোঞ্জার পাউডার ব্যবহার করলে। ব্রোঞ্জার আপনার ফেস এ একটা সান-কিসড লুক দিবে। ব্রাশের সাহায্যে ব্রোঞ্জার নিয়ে চিক বোনের নিচের দিকে, কপালে, থুঁতনির নিচে ব্রোঞ্জার লাগিয়ে নিন।

ব্লাশ হিসেবে বেছে নিন, হালকা ধরনের কালার। যেমন- পিংক, কোরাল, পিচ ইত্যাদি কালার ভালো লাগবে।

যারা পাউডার হাইলাইটার পছন্দ করেন, তারা পাউডার হাইলাইটার লাগাতে ভুলবেন না।

fal_bg_541697483

(২) আই মেকাপ

আই মেকাপের ক্ষেত্রে প্রথমেই চোখের পাতায় আই প্রাইমার লাগিয়ে নিবেন। আই প্রাইমার আপনার আইশ্যাডোকে লং লাস্টিং করতে হেল্প করবে। আই প্রাইমার না থাকলে কনসিলার ব্যবহার করতে পারেন। তবে এটি চোখের পাতায় লাগানোর পর অবশ্যই একটি পাউডার দিয়ে সেট করে নেবেন।

আই মেকাপেও যেন স্নিগ্ধ ভাব ফুটে ওঠে, সেটা হিসেব করেই আইশ্যাডো লাগাবেন। চড়া রঙ এর কালারগুলো ব্যবহার থেকে বিরত থাকুন। কোরাল, পিচ, অরেঞ্জ, ইয়োলো, গোল্ডেন,কপার, লাইট ব্রাউন, লাইট পিংক, লাইট পার্পল, প্যারট গ্রিন কালারগুলো খুব ভালো মানিয়ে যাবে পহেলা ফাল্গুনে। আই মেকাপে আইশ্যাডো হিসেবে এই কালারগুলো ব্যবহার করতে পারেন।

পহেলা ফাল্গুনে অবশ্যই টানা করে আইলাইনার লাগাবেন। আপনি চাইলে ব্ল্যাক বা ভিন্ন কালারের কাজল এবং লাইনার ও ব্যবহার করতে পারেন। এটা আই মেকাপে নতুন মাত্রা নিয়ে আসবে।

দিনের বেলা বাইরে বের হলে ফলস আইল্যাশ না পরাই ভালো। এতে দেখতে আন-ন্যাচারাল লাগতে পারে। এর বদলে আইল্যাশগুলো আইল্যাশ কার্লার দিয়ে কার্ল করে নিয়ে, কয়েক কোট মাশকারা লাগিয়ে নিবেন।

modur-bosanta-asecha

(৩) লিপস্টিক

পহেলা ফাল্গুনে লিপস্টিক হিসেবে হালকা রঙগুলোই আমার কাছে পারফেক্ট মনে হয়। লাইট পিংক, নুড ব্রাউন/পিংক, মওভি, টেরাকোট্টা, অরেঞ্জ, পিচ, কোরাল ইত্যাদি কালারগুলো বেশ ভালো লাগবে দেখতে।

আপনি লাইট কালার ব্যবহার না করতে চাইলে রেড লিপস্টিক আপনার জন্যে ভালো অপশন। তবে চড়া কালারগুলো ব্যবহার না করাই বুদ্ধিমানের কাজ হবে।

যেহেতু সারাদিন বাইরে থাকবেন, সেহেতু বারবার তো আর লিপস্টিক অ্যাপ্লাই করা সম্ভব না। তাই বেছে নিন, ম্যাট লিকুইড লিপস্টিকগুলো। এগুলো নরমাল লিপস্টিক এর চাইতে বেশি লং লাস্টিং হয়।

এই তো জেনে নিলেন, পহেলা ফাল্গুলের মেকাপের টুকিটাকি। আশা করছি, এবার আপনার ফাল্গুনের মেকাপ নিয়ে কনফিউশন অনেকটাই দূর হবে।