বিদেশগামী কর্মীদের জন্য খুব শিগগিরই পাঁচ দেশে বিশেষ ফ্লাইট চালুর ব্যবস্থা করছে সরকার। এ দেশগুলো হলো- সৌদি আরব, ইউএই, ওমান, কাতার ও সিঙ্গাপুর।
বুধবার লকডাউনকালীন বিদেশগামী কর্মীদের গন্তব্য দেশে যাওয়ার বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জানা গেছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত ওয়ার্ক প্লান আগামীকাল বৃহস্পতিবার নিশ্চিত করবে।
সভায় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান ও বিমানের এমডিসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
























