০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ড

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকায় একটি টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরে একটি টেক্সটাইল মিলের কারখানার ব্লু-রুম সেকশনের মেশিনের ডাস্টের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। স্টিল স্টাকচারের এক তলা কারখানায় লাগা আগুন দ্রুত নিয়ন্ত্রণহীন হয়ে কারখানার ব্লোয়িং সেকশন, ড্রায়িং সেকশন ও কার্ডিং সেকশনে ছড়িয়ে যায়।

খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট, জয়দেবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটিসহ মোট ৫টি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ব্লোয়ার মেশিন, ড্রায়িং মেশিন, কার্ডিং মেশিন, তুলাসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আগুন পুরোপুরি নিভানোর কাজ শেষ করে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি। ব্লোয়ার-রুম সেকশনের মেশিনের ডাস্ট থেকে এক অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনের ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি বলে তিনি জানান।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

 

জনপ্রিয়

টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ড

প্রকাশিত : ১১:৫৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকায় একটি টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরে একটি টেক্সটাইল মিলের কারখানার ব্লু-রুম সেকশনের মেশিনের ডাস্টের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। স্টিল স্টাকচারের এক তলা কারখানায় লাগা আগুন দ্রুত নিয়ন্ত্রণহীন হয়ে কারখানার ব্লোয়িং সেকশন, ড্রায়িং সেকশন ও কার্ডিং সেকশনে ছড়িয়ে যায়।

খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট, জয়দেবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটিসহ মোট ৫টি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ব্লোয়ার মেশিন, ড্রায়িং মেশিন, কার্ডিং মেশিন, তুলাসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আগুন পুরোপুরি নিভানোর কাজ শেষ করে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি। ব্লোয়ার-রুম সেকশনের মেশিনের ডাস্ট থেকে এক অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনের ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি বলে তিনি জানান।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার