১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

নবাবগঞ্জে মুগ্ধতা ছড়াচ্ছে সূর্যমুখী ফুল

মুগ্ধতা ছড়াচ্ছে সূর্যমুখী ফুলের মায়াবী হাঁসি। দুর থেকে দেখলে মনে হবে হলুদ গালিচা বিছিয়ে রাখা হয়েছে। কাছে গেলে চোখে পড়ে সূর্যমুখী ফুল। ফুলগুলো বাতাসে দোল খেয়ে আমন্ত্রণ জানাচ্ছে সৌন্দর্য উপভোগ করার। তাই দিনভর সূর্যমুখী বাগানে ভিড় করছে মানুষ। কেউ ছবি তুলছে,কেউবা আবার পরিবার পরিজন নিয়ে বাগানে এসে সৌন্দর্য উপভোপ করছে। দিনাজপুরের নবাবগঞ্জের হাতিশাল গ্রামের সাংসের আলী ছেলে মাঝাহারুল ইসলাম শখের বশেই পরিক্ষামূলক ১০ শতক জামিতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন।

তিনি জানান-আমি শখের বশে পরিক্ষামূলক সূর্যমুখী চাষ করেছি,ভালন ভাল হয়েছে, বাণিজ্যক ভাবে করার চিন্তা আছে। উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা আমিরুল ইসলাম জানান- সরকারী প্রনোদণা দেওয়া হয়েছে, উপজেলার জয়পুরে বাণিজ্যিকভাবে সূর্যমুখীর চাষ করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

জামালপুরে ছাত্রদলের নাম ব্যবহার করে বিশৃঙ্খলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নবাবগঞ্জে মুগ্ধতা ছড়াচ্ছে সূর্যমুখী ফুল

প্রকাশিত : ১২:৫২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১

মুগ্ধতা ছড়াচ্ছে সূর্যমুখী ফুলের মায়াবী হাঁসি। দুর থেকে দেখলে মনে হবে হলুদ গালিচা বিছিয়ে রাখা হয়েছে। কাছে গেলে চোখে পড়ে সূর্যমুখী ফুল। ফুলগুলো বাতাসে দোল খেয়ে আমন্ত্রণ জানাচ্ছে সৌন্দর্য উপভোগ করার। তাই দিনভর সূর্যমুখী বাগানে ভিড় করছে মানুষ। কেউ ছবি তুলছে,কেউবা আবার পরিবার পরিজন নিয়ে বাগানে এসে সৌন্দর্য উপভোপ করছে। দিনাজপুরের নবাবগঞ্জের হাতিশাল গ্রামের সাংসের আলী ছেলে মাঝাহারুল ইসলাম শখের বশেই পরিক্ষামূলক ১০ শতক জামিতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন।

তিনি জানান-আমি শখের বশে পরিক্ষামূলক সূর্যমুখী চাষ করেছি,ভালন ভাল হয়েছে, বাণিজ্যক ভাবে করার চিন্তা আছে। উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা আমিরুল ইসলাম জানান- সরকারী প্রনোদণা দেওয়া হয়েছে, উপজেলার জয়পুরে বাণিজ্যিকভাবে সূর্যমুখীর চাষ করা হয়েছে।