ম্যান পাওয়ার ডেভলপমেন্ট প্রোগ্রামের (এমডিপি) উদ্যোগে চার শতাধিক পরিচালক, শিল্পী, প্রযোজক ও কলাকুশলীদের মাঝে বিনামূল্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি বিতরণ করা হয়। এফডিসির জহির রায়হান অডিটোরিয়ামে সোমবার বইটি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এমডিপির নির্বাহী পরিচালক স্বপন কুমার রায়, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, প্রযোজক ফরমান আলী, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমীর হোসেন, চলচ্চিত্র পরিবারের আহ্ববায়ক অভিনেতা ফারুকসহ আরো অনেকে।
চিত্রনায়ক ফারুক বলেন, ‘এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। বঙ্গবন্ধু জাতির পিতা। বর্তমান প্রজন্মকে গড়ে তুলতে হলে অবশ্যই তার আদর্শ জানতে হবে। আমি সংস্থাটির জন্য শুভকামনা জানাই।’
স্বপন বলেন, ‘আমরা এর আগে দেশজুড়ে ৩৮ জেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল ছাত্র-ছাত্রী, শিক্ষক ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মাঝে এক লাখ আটত্রিশ হাজার বঙ্গবন্ধুর অসামাপ্ত আত্মজীবনী প্রদান করেছি। এবার এফডিসির শিল্পী-কলাকুশলীদের মাঝে প্রদান করলাম। ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে।’




















