করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন (৪১)। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ময়মনসিংহের নান্দাইল থানায় কর্মরত ছিলেন।
শুক্রবার (৩০ এপ্রিল) সকালে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ। তিনি জানান, গত ২৭ মার্চ এসআই নাজিম উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হন। করোনায় আক্রান্ত হওয়ার পর ৪ এপ্রিল পর্যন্ত বাসায় চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থা খারাপ হলে ৫ এপ্রিল রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে তিনি মারা যান।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান বলেন, বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।
এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৭৩৮ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে ২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর ও সিটিকর্পোরেশন এলাকায় ১৩ জন, ভালুকায় ৭ জন, ত্রিশালে ১ জন, গফরগাঁওয়ে ৩ জন, গৌরীপুরে ২ জন ও মুক্তাগাছায় ২ জন করোনায় আক্রান্ত হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ


























