সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অমর একুশে গ্রন্থমেলায় আটটি নতুন কাব্যগ্রন্থ এনেছেন । এছাড়াও দুই-একদিনের মধ্যে আরেকটি প্রবন্ধগ্রন্থ মেলায় আসবে বলে জানিয়েছে চেয়ারম্যানের প্রেস সচিব সুনীল শুভ রায়। বইগুলো পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলার আকাশ প্রকাশনীতে। স্টল নম্বর ৩৭২-৩৭৪।
বৃহস্পতিবার মেলায় এসেছে একুশের কবিতা, যে কবিতা সুর পেল, জীবন যখন যেমন ও এক আকাশে সাত তারা।
এ ছাড়া দু-একদিনের এরশাদের প্রবন্ধগ্রন্থ ‘যা ভেবেছি, যা বলেছি’ প্রকাশিত হবে বলে জানিয়েছেন সুনীল শুভ রায়।
বইমেলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আটটি কাব্যগ্রন্থ প্রকাশিত বইয়ের মধ্যে বুধবার মেলায় আসে হে আমার দেশ, ঈদের কবিতা, বৈশাখের কবিতা ও প্রেমের কবিতা।
এদিকে বৃহস্পতিবার বিকেলে দলীয় নেতাদের নিয়ে অমর একুশে গ্রন্থমেলার আকাশ প্রকাশনীতে যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি ও দলের জ্যেষ্ঠ নেতারা নতুন বই হাতে নিয়ে ছবি তোলেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব সংসদ সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সাহিদুর রহমান টেপা, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ও সুনীল শুভরায় প্রমুখ।


























