করোনার উপসর্গ নিয়ে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিলাস চন্দ্র মন্ডল (৩০) মারা গেছেন।
রোববার (১৬ মে) সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার সদরপুরে। মা ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গাফফার জানান, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা হিসেবে হরিরামপুরে কর্মরত ছিলেন বিলাস চন্দ্র মন্ডল। গত শুক্রবার তিনি অসুস্থ হলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তিনি করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। এছাড়া বিলাস ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন বলেও জানান তিনি।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















