মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে পড়ালেখায় আরো যত্নবান হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তিকে তোমরা খারাপভাবে ব্যবহার করবে না।
শনিবার সকালে কামরাঙ্গীরচরে শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতিকে না বলবে এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে যাদের অবস্থান, যারা রাজাকার তাদেরকে ঘৃণা করবে।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ও দুর্নীতিবাজদের জাতীয় নির্বাচন থেকে শুরু করে সকল পর্যায়ে তাদের না বলতে হবে এবং ঘৃণা করতে হবে।




















